ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪ |

EN

পর্যাপ্ত পুলিশ না থাকায় এবার পেছাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২

পর্যাপ্ত পুলিশ না থাকায় এবার পেছাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রভাব পড়েছে চ্যাম্পিয়ন্স লিগেও। নাপোলি-রেঞ্জার্স ম্যাচের প্রথম লেগ একদিন পেছানো হয়েছে।

আগামী মঙ্গলবার রেঞ্জার্সের ঘরের মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল নাপোলির। উয়েফা বিবৃতি দিয়ে রোববার জানায়, নতুন সুচিতে ম্যাচটি হবে বুধবার।

স্টেডিয়ামে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে উয়েফা।

স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রাষ্ট্রীয়ভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে ১৯ সেপ্টেম্বর।

এত বড় আয়োজনে বাড়তি নিরাপত্তার প্রয়োজন পড়ছে স্বাভাবিকভাবেই। তাই লাগছে বাড়তি পুলিশ সদস্যও।

রানির প্রতি সম্মান জানিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এই সপ্তাহের সব ম্যাচ স্থগিত করেছে কর্তৃপক্ষ। এবার একটু ভিন্ন কারণে পিছিয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচ।

বিবৃতিতে উয়েফা আরও জানিয়েছে, রেঞ্জার্স ও নাপোলির দুই লেগেই মাঠে থাকবে না সফরকারী দলের কোনো দর্শক। দ্বিতীয় লেগে আগামী ২৬ অক্টোবর নাপোলির মাঠে মুখোমুখি হবে দুই দল।

এবার ইউরোপ সেরার মঞ্চে ‘এ’ গ্রুপে রয়েছে নাপোলি ও রেঞ্জার্স। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গত বুধবার আয়াক্সের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে রেঞ্জার্স। একই দিনে শক্তিশালী লিভারপুলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নাপোলি।