ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

সাফল্যের রহস্য জানালেন জয়ের নায়ক রাজাপাকসে

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২

সাফল্যের রহস্য জানালেন জয়ের নায়ক রাজাপাকসে
দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। শারজাহের মাঠের তুলনায় এ মাঠের পিচ কিছুটা স্লো যে কারণে ব্যাটারদের রান তুলতে বেশ হিমশিমই খেতে হয়। গতকাল ফাইনাল ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক ভানুকা রাজাপকসের কন্ঠেও এমন সুর শোনা গেল। 

ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন লঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকসে। এ সময় এই ব্যাটার জানান এমন পিচে এত বড় সংগ্রহ করা মোটেও সহজ কাজ ছিল না, তবে আমরা ইতিবাচক খেলার চেষ্টা করেছি যে কারণে রান তুলতে সহজ হয়েছিল আমাদের।

রাজাপাকসে বলেন, 'এখানে রান করা সহজ ছিল না, পাকিস্তান বোলাররা ভালো বোলিং করছিল। ম্যাচে ব্যাটিংয়ের সময় ওয়ানিন্দু এবং আমার একটি সুন্দর পরিকল্পনা হয়েছিল। আমরা শুধু ইতিবাচক থাকতে চেয়েছিলাম এবং চাপ ছাড়াই খেলতে চেয়েছিলাম। যা রান তোলার ক্ষেত্রে আমাদের অনেক সাহায্য করেছে।'

নিদিষ্ট কোন বোলারের ওভারে আক্রমণ করার চিন্তা ছিল কিনা, ধারাভাষ্যকারের এমন প্রশ্নের জবাবে রাজাপাকসে বলেন, 'ইফতিখার যখন বোলিং করছিলেন, ওয়ানিন্দু তখন  আক্রমণ করতে চেয়েছিলেন। যদিও পরবর্তীতে ভাগ্যক্রমে আমরা দুজনেই রান পেয়ে গিয়েছিলাম।'

পাকিস্তান এই মুহুর্তে খুবই ভালো দল। যে কারণে আগের ম্যাচের পরিকল্পনা থেকে বের হয়ে নতুন পরিকল্পনার ছক কষেছিল শ্রীলঙ্কা। রাজাপাকসে জানান যখন ব্যাট করছিলেন তখন মেসেজ আসে এমন পিচে কত রান প্রয়োজন আমরা সেভাবেই খেলার চেষ্টায় করেছি।

তিনি বলেন, 'পাকিস্তান এই মুহূর্তে শীর্ষ দলের একটি। যে কারণে গত ম্যাচ থেকে আমাদের আজ খেলায় পরিবর্তন করতে হয়েছে। ক্রিজে অতিরিক্ত  কিছু সময় নিতে হয়েছে বোঝার জন্য। পানি বিরতির সময় আমাদের কাছে মেসেজ এসেছিল এটি ১৪০ পিচের মতো। যদিও শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য ছিল ভিন্ন। টি-টোয়েন্টি একটি গতির খেলা এবং আমরা প্রথম ইনিংসের শেষ ওভারে গিয়েও সেই গতি ধরে রেখেছিলাম।'