আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ম আসর। যেখানে বাংলাদেশ সরাসরি সুপার টুয়েলভে অংশ নিবে। তবে এর আগে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাংলাদেশ তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে আর মাঝে একদিন বিরতি দিয়ে ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অংশ নিবে। বাংলাদেশের দুটি ম্যাচই স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অ্যালান বোর্ডার ফিল্ডে অনুষ্ঠিত হবে।
শুধু বাংলাদেশই নয় অংশগ্রহণকারী সবদেশই প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নিবে। শুরুতে খেলবে প্রথম রাউন্ডে অংশ নেয়া দলগুলো। তবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।
প্রথম রাউন্ডে খেলা দলগুলোর ওয়ার্ম-আপ ম্যাচ চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এরপর তিন দিন কোনো ম্যাচ নেই। এই বিরতির পর শুরু হবে সুপার টুয়েলভে খেলা দলগুলোর ওয়ার্ম-আপ ম্যাচ। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।