Can't found in the image content. আর্সেনালের জয়রথ থামালো ম্যানচেস্টার ইউনাইটেড | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আর্সেনালের জয়রথ থামালো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২

আর্সেনালের জয়রথ থামালো ম্যানচেস্টার ইউনাইটেড
প্রিমিয়র লিগ সাক্ষী হল এক উত্তেজনাপূর্ণ ম্যাচের। যেখানে লিগ টপার আর্সেনালকে ওল্ড ট্র্যাফোর্ডে হারিয়ে দিয়েছে এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড। টানা পাঁচ ম্যাচ জেতা আর্সেনালকে এদিন হারের স্বাদ দেয় টেন হাগ শিষ্যরা। প্রথম দুই ম্যাচ হারের পর টানা চার ম্যাচে আগের ম্যান ইউয়ের ঝলক দেখালেন রেড ডেভিলসরা।

প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় দল হিসেবে আসরে শুরুর দুই ম্যাচ হারের পর টানা চার ম্যাচ জিতল ইউনাইটেড। ২০১১-১২ মৌসুমে টটেনহ্যাম হটস্পার ও ২০১৮-১৯ মৌসুমে আর্সেনাল এটি করে দেখিয়েছিল।

রোববার (৫ সেপ্টেম্বর) ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালকে ৩-১ গোলে হারায় ইউনাইটেড। দলের হয়ে গোল করেন অভিষিক্ত অ্যান্থনি। আর জোড়া গোল করলেন মার্কাস রাশফোর্ড। 

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই এদিন চাপে ছিল ইউনাইটেড। প্রথম ২০-২৫ মিনিটে ইউনাইটেডের ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে আর্সেনাল। বেশ কয়েকবার সুযোগ তৈরিও হয়।

এরপর হঠাৎ করেই ম্যাচের গতির বিরুদ্ধে ৩৪ মিনিটে অভিষেক হওয়া অ্যান্থনির গোলে এগিয়ে যায় ইউনাইটেড। রাশফোর্ডের বাড়ানো পাসে বাঁ পায়ের শটে দুরের পোস্ট দিয়ে গোল করেন অ্যান্থনি। ৬০ মিনিটে সমতায় ফেরে আর্সেনাল। বক্সের ভেতর থেকে গোল করেন ইংল্যান্ড ফুটবলার সাকা। 

৬৬ মিনিটে ফের নিজেদের লিড পুনরুদ্ধার করে ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের থ্রু পাস ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে এগিয়ে আসা গোলকিপারের মাথার উপর দিয়ে গোল করে যান মার্কাস রাশফোর্ড। ৭৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে ৩-১ করে ইউনাইটেড। ম্যাচে জোড়া গোল করেন রাশফোর্ড। এদিনও প্রথম একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি বদলি হয়েই মাঠে নামেন। কিন্তু এদিন ও তিনি গোলের দেখা পাননি। 

এ হারের পরও ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আর্তেতার দল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে পাঁচ নম্বরে। আর্সেনাল হেরে যাওয়ায় ম্যান সিটি ও টটেনহামই এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে অপরাজিত থাকা দুই দল। ৬ ম্যাচে ৪টি করে জয় ও ২টি করে ড্র এই দুই দলের।