Can't found in the image content. মুশফিকের হঠাৎ অবসর ঘোষণা, যা বললেন জালাল ইউনুস | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

মুশফিকের হঠাৎ অবসর ঘোষণা, যা বললেন জালাল ইউনুস

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২

মুশফিকের হঠাৎ অবসর ঘোষণা, যা বললেন জালাল ইউনুস
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। রোববার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এই সিদ্ধান্ত জানান তিনি। 

তবে মুশফিকের হঠাত অবসরের ঘোষণায় অবাক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)  ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

রোববার (৪ সেপ্টেম্বর) বিসিবির এ ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, বোর্ডকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি মুশফিক। তাই আমাদের আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো মানায় না।

মুশফিকের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জালাল ইউনুস বলেন, তবে যেহেতু সে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছে, আমি তার এ সিদ্ধান্তকে অভিনন্দন জানাই। আমি মনে করি এটি খুবই সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে সে। তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকবে।