থেমে গেল নারী টেনিসের উজ্জ্বল এক তারকার পথচলা। টেনিসকে বিদায় বলে দিয়েছেন সেরেনা উইলিয়ামস।
২৭ বছর ধরে ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জেতার পর টেনিস থেকে অবসর নিলেন সেরেনা তিনি।
ইউএস ওপেন শুরুর আগেই সেরেনা ইঙ্গিত দিয়েছিলেন, পেশাদার টেনিসে এটাই হতে পারে তার শেষ টুর্নামেন্ট। হলোও তাই। যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে টমলিয়ানোভিচের কাছে হেরে টেনিসকে বিদায় জানালেন সেরেনা।
সেরেনার ব্যাক হ্যান্ড, শক্তিশালী গ্রাউন্ড সার্ভ চমকে দিয়েছিল টেনিস বিশ্বকে। ভেনাস বোনেদের সামনে একটা সময়ে বাকি খেলোয়াড়রা ছিলেন নিষ্প্রভ।
সেরেনার একটি কন্যা সন্তান রয়েছে। ৪০ বছর বয়সী তারকা জানিয়েছেন, তিনি দ্বিতীয়বার মা হওয়ার পরিকল্পনা করছেন। তাই টেনিসকে বিদায় জানিয়েই সে পথে এগোবেন তিনি।