টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি প্রায় দেড়মাস। এরই মধ্যে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করল টুর্নামেন্টের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া।
ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে আছেন সিঙ্গাপুরে জন্ম নেয়া ক্রিকেটার টিম ডেভিড। যিনি সিঙ্গাপুর জাতীয় দলের হয়ে ১৪ আন্তর্জাতিক টি টেয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন। তবে এখনও অভিষেক হয়নি অজি জার্সিতে। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ধারণা করা হচ্ছে সেখানে অভিষেক হতে পারে টিম ডেভিডের।
টিম ডেভিড ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বিশেষ করে সিপিএল, পিএসএলে ব্যাট হাতে ঝড় তুলে দর্শকদের মুগ্ধ করে ক্রিকেট পাড়ায় আলোড়ন তোলেন। তারপর ২০২২ সালে আইপিএলের নিলামে দশ দলের কাড়াকাড়িতে রেকর্ড ছোঁয়া দাম ৮ কোটি ৭৫ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন।
এরপর থেকেই টিম ডেভিডকে নিয়ে গুঞ্জন অস্ট্রেলিয়ার হয়ে খেলতে যাচ্ছেন তিনি। অবশেষে গুঞ্জন সত্য প্রমাণিত হলো অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পাওয়ার মধ্যদিয়ে।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ গেছেন কেবলই মিচেল সোয়েপসন। তাছাড়া আর কেউ বাদ যাননি।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, মিচেল মার্শ, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জ্যাম্পা, জশ ইংলিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও কেন রিচার্ডসন।