এশিয়া কাপ মিশনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় হারে অনিশ্চিত হয়ে পড়েছে সুপার ফোরের টিকিট। এদিকে টাইগাররা ভুল সিদ্ধান্ত নেয়ার কারণেই হেরেছে বলে মত আফগান অধিনায়ক মোহাম্মদ নবির।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের ভাগ্য নাকি অনেকটা নির্ভর করে টসের ওপর। পরিসংখ্যান বলছে, এ পিচে আগে ব্যাট করা দলের পক্ষে জয়ের পাল্লা ভারী। বাংলাদেশ-আফগান লড়াইয়ের আগে ২৫ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে প্রথমে ব্যাট করা দল জিতেছে ১৫ ম্যাচে। প্রথম ইনিংসে ব্যাট করা দলের গড় এ মাঠে ১৫০।
এমন পরিসংখ্যান দেখার পর টস জেতা দলের অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবেন এটাই স্বাভাবিক। টাইগার অধিনায়ক সাকিবও করেছেন তাই। কিন্তু টস জিতে বাংলাদেশের ব্যাটিং নেয়ার সিদ্ধান্তকে ভুল বলেই মনে করেন জয়ী দলের অধিনায়ক মোহাম্মদ নবি। কী কারণে ভুল, সে ব্যাখ্যাটাও দিয়েছেন তিনি।
ম্যাচশেষে মঙ্গলবার (৩০ আগস্ট) গণমাধ্যমে নবি বলেন, ‘পিচটা নতুন। এখানকার মাটি পরিবর্তন করা হয়েছে। এই পিচে আগে কেউ খেলেনি। এ কারণেই প্রথমে বোলিং করা ভালো ছিল। এতে পিচের অবস্থা বোঝা গেছে। এ কারণেই আমরা দ্রুত উইকেট তুলে নিতে পেরেছি এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছি।
শুরু থেকে দুই আফগান স্পিনার মুজিব উর রহমান ও রশি খান এতটাই চাপ সৃষ্টি করেছেন যে মাত্র ২৮ রান তুলতেই প্রথম চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর উইকেট ধরে রাখা ও রান তোলা, দোটানায় পড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের আদর্শকেই যেন ভুলে বসেছিলেন টাইগার ক্রিকেটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১২৭ রান।
এ বিষয়ে নবি বলেন, ‘১৫ বছর ধরে আমরা দুবাই, শারজাহ ও আবুধাবিতে খেলছি। কন্ডিশন সম্পর্কে আমরা ভালো জানি। শারজায় ২০০ রান আমরা কখনো আশা করিনি। এখানে কখনো কখনো ছোট লক্ষ্য তাড়া করতেও কষ্ট হয়। এ কারণে শুরুতে আমরা উইকেট হারাতে চাইনি। শেষদিকে বোলারদের টার্গেট করে মেরেছি এবং জয় দিয়ে ম্যাচ শেষ করেছি।’