ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী তিন আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট’ জমা দেয়ার সময় শেষ হয়েছে। এই সময়ে ৯টি প্রতিষ্ঠান দল পেতে আগ্রহ প্রকাশ করলেও নাম দেয়নি বেক্সিমকো গ্রুপের ঢাকা ডায়নামাইটস, জেমকন গ্রুপের খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) বিসিবির দরপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। এ সময়ের মধ্যে মোট ৯টি প্রতিষ্ঠান দল নেয়ার আগ্রহ প্রকাশ করে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স নাম না দিলেও আখতার গ্রুপ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), বসুন্ধরা গ্রুপ (রংপুর রাইডার্স), প্রগতি গ্রুপ (সিলেট সানরাইজার্স), ফরচুন গ্রুপ (বরিশাল), বৈশাখী গ্রুপ (রাজশাহী) দল কিনতে আগ্রহ দেখিয়েছে।
এছাড়া নতুন করে এসেছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড, রূপা গ্রুপ, মোনার্ক হোল্ডিংস লিমিটেড ও মাইন্ড ট্রি। কিছুদিনের ভেতরে বিপিএল গভর্নিং কাউন্সিল আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করে সাতটি প্রতিষ্ঠানকে বেছে নেবে।
যাচাই-বাছাইয়ের পর সেরা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে সাক্ষাৎকারে ডাকা হবে। তবে অভিজ্ঞতায় এগিয়ে থাকা ফরচুন বরিশাল, সিলেট সানরাইজার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফ্র্যাঞ্চাইজিরা অগ্রাধিকার পাবেন বলে জানান বিপিএল সংশ্নিষ্ট একজন কর্মকর্তা। বাকি চারটি প্রতিষ্ঠান থেকে যে কোনো দুটিকে বেছে নেয়া হতে পারে।
আগামী তিন বছরের জন্য এবার আগেভাগেই ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করছে বিসিবি। যার জন্য ফি ধরা হয়েছে ১০ কোটি টাকা। পাশাপাশি এই তিন বছরের সূচিও চূড়ান্ত হয়েছে।
বিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৫ জানুয়ারি মাঠে গড়াবে নবম আসর। প্রায় সোয়া একমাসের এ টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪ সালের ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দশম আসর। এই আসরও ৪৩ দিনের। ২০২৫ সালের জানুয়ারির প্রথম দিন থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে একাদশ আসর। এ আসরটি হবে ৪২ দিনের। প্রতিটি আসরে অংশ নেবে সাতটি দল।
দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রির কারণ ব্যাখ্যায় বিসিবি প্রধান নাজমুল হাসান বলেছিলেন, দীর্ঘ সময়ের জন্য দল দিলে ফ্র্যাঞ্চাইজিদের নিজেদের পরিকল্পনা ঠিক করার সময় পায়।