ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

আফগানিস্তান ভয়ঙ্কর দল: শ্রীরাম

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২

আফগানিস্তান ভয়ঙ্কর দল: শ্রীরাম
এশিয়া কাপে প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। প্রথম সেশনে বোলিং এবং দ্বিতীয় সেশনে পাওয়ার হিটিংয়ের পাত্তাই পায়নি দ্বীপরাষ্ট্রকে। নিজেদের প্রথম ম্যাচে আজ আফগান বোলিংয়ের পাশাপাশি তাদের পাওয়ার ব্যাটিংকেও সামলাতে হবে সাকিব বাহিনীকে। এই ম্যাচের আগে আফগানদের ভয়ঙ্কর দল হিসেবে আখ্যা দিয়েছেন টাইগারদের টেকনিক্যাল কোচ শ্রীধরন শ্রীরাম।

মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সেই ম্যাচের আগে সোমবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে আসেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রীরাম।

রশিদকে নিয়ে এক প্রশ্নের উত্তরে শ্রীরাম জানিয়েছেন আফগানিস্তান ভয়ঙ্কর দল। তবে পুরো দলের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

শ্রীরাম বলেন, ‘আফগানিস্তান ভয়ংকর দল। তারা শুধু রশিদ খানের উপর নির্ভরশীল নয়। আমরা সবাই জানি রশিদ খান বিশ্বের একজন বিখ্যাত টি-টোয়েন্টি বোলার। এটা অস্বীকার করার কিছু নেই। তবে শুধু রশিদ খান, মোহাম্মদ নবী ও ফজল হক ফারুকি বিষয় না, আমরা পুরো দলের বিপক্ষেই খেলার জন্য প্রস্তুত হচ্ছি।’

আফগানদের বিপক্ষে ম্যাচটি শারজাহতে হলেও বাংলাদেশ শেষবারের মতো অনুশীলন করছে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে। স্থানীয় সময় বিকেল ৪টা থেকে শুরু হয় অনুশীলন। তবে আজকের অনুশীলনটি ছিল ঐচ্ছিক।