Can't found in the image content. প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অলক কাপালি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অলক কাপালি

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অলক কাপালি
প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার অলক কাপালি।

নিজের ফেসবুক পেজে সোমবার (২৯ আগস্ট) একটি পোস্টে অবসরের কথা জানান কাপালি।

তিনি লেখেন, ‘আমি ২০০০/০১ মৌসুম থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে আসছি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে অংশগ্রহণ করেছি। এ দীর্ঘ পথ চলায় অনেকেই আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর কাছে আমি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেও, সব ধরনের ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক ম্যান। তিনি খেলা চালিয়ে যেতে চান সীমিত ওভারের ক্রিকেটে। অর্থাৎ ডিপিএল, বিপিএলে আগের মতোই দেখা যাবে কাপালিকে। মূলত তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতে ও পরিবারকে সময় দিতে তিনি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে কাপালি বলেন, ‘আমি মনে করি, তরুণ ক্রিকেটারদের জন্য এখন আরও বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেয়া উচিত। তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশি সময় দেয়ার লক্ষ্যে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি ২০২২/২৩ মৌসুম থেকে শুধুমাত্র লিমিটেড ওভার ক্রিকেট (ওয়ানডে, টি-টোয়েন্টি) অংশগ্রহণ করব।’

দেশের হয়ে ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখানো কাপালি সবশেষ লাল সবুজ জার্সিতে মাঠে নামেন ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে। ২৯.৬৭ গড়ে প্রথম শ্রেণির ১০২ ম্যাচে তার রান সংখ্যা ৫০৭৫ রান। ১০ সেঞ্চুরি ও ২১ অর্ধশতকের মালিক অলকের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস ১৭৩।