Can't found in the image content. কম্বোডিয়া ও নেপাল ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

কম্বোডিয়া ও নেপাল ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২

কম্বোডিয়া ও নেপাল ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া এবং ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে তারা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এই দুই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের ঘোষিত দলে আধিপত্য বজায় রাখছে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। বর্তমান চ্যাম্পিয়নদের থেকে সর্বোচ্চ ১২ জন ফুটবলার দলে ডাক পেয়েছেন। আবাহনী থেকে দলে এসেছেন তিনজন। শেখ রাসেল থেকেও দলে সুযোগ পেয়েছেন তিন জন। শেখ জামাল ক্লাবের দুইজন জাতীয় দলে ডাক পেয়েছেন।

কম্বোডিয়া এবং নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে খেলবে। ম্যাচগুলোকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামীকাল শুক্রবার (২৬ আগস্ট)। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে ঢাকাতেই ক্যাম্প করবে বাংলাদেশ দল।

বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ। কম্বোডিয়া ১৭৪তম ও নেপাল ১৭৬তম। নেপালের বিপক্ষে সবশেষ গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, রাউন্ড রবিন লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

কম্বোডিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচের স্মৃতি অবশ্য বাংলাদেশের জন্য আনন্দেরই। ২০১৯ সালের মার্চে প্রতিপক্ষের মাঠে রবিউল হাসানের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল দল।

একনজরে বাংলাদেশ দল: আনিসুর রহমান, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রিমন হসেন, সোহেল রানা, আতিকুর রহমান, মাশুক মিয়া, বিপ্লো আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, মতিন মিয়া, মাহফুজ হাসান, টুটুল হোসেন বাদশা, রাকিব হোসেন, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া (অধিনায়ক), ফয়সাল আহমেদ ফাহিম, সাজ্জাদ হোসেন, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, হেমন্ত ভিনসেন্ট, মোহাম্মদ নাঈম, রায়হান হাসান ইমন শাহরিয়া, সোহেল রানা, ঈসা ফয়সাল।