Can't found in the image content. এশিয়া কাপে ভারতের কোচ ভিভিএস লক্ষ্মণ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

এশিয়া কাপে ভারতের কোচ ভিভিএস লক্ষ্মণ

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২

এশিয়া কাপে ভারতের কোচ ভিভিএস লক্ষ্মণ

ভিভিএস লক্ষ্মণ/ ছবি: বিসিসিআই

এশিয়া কাপে প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে পাচ্ছে না ভারতীয় দল। কিংবদন্তি এই ব্যাটসম্যান করোনায় আক্রান্ত। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বপালন করবেন আরেক কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। তবে করোনা নেগেটিভ হলেই দ্রাবিড় দলের সঙ্গে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতে যাবেন বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানায়, দ্রাবিড়ের কোভিড গুরুতর কিছু নয়, আপাতত আইসোলেশনে আছেন, ‘আমরা আশাবাদী, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দলের সঙ্গেও হয়তো যোগ দিতে পারবেন।’

দ্রাবিড় অবশ্য গত সোমবার শেষ হওয়া ভারতীয় দলের জিম্বাবুয়ে সফরেও ছিলেন না। তাঁকে বিশ্রাম দেওয়া হয় এবং সাবেক সতীর্থ লক্ষ্মণই ছিলেন অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায়। জিম্বাবুয়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। জিম্বাবুয়ে থেকেই এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে গেছেন ভারতীয় ক্রিকেটাররা।

ভারতের এশিয়া কাপ মিশন শুরু হবে ২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২৭ আগস্ট আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর।