আগেই ভারতের কাছে সিরিজ খোয়ায় জিম্বাবুয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে টিম ইন্ডিয়া। তাই শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ থেকে নিজেদের রক্ষা করতে চেয়েছিল স্বাগতিকরা। কিন্তু শেষ পর্যন্ত জয়ের খুব কাছে গিয়েও রক্ষা পেল না আফ্রিকার দেশটি।
সোমবার (২২ আগস্ট) তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ২৮৯ রান করেছিল ভারত। ২৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে আবেশ খান আর শার্দুল ঠাকুরের বিধ্বংসী বোলিংয়ে তীরে এসে তরি ডোবাতে হয় জিম্বাবুয়েকে।
জিম্বাবুয়ের শেষ ১৩ বলে প্রয়োজন ছিল মাত্র ১৭ রান। হাতে তখনও ৩ উইকেট। উইকেটে সেঞ্চুরিয়ান সিকান্দার রাজা এবং মারমুখি ব্যাটিং করা ব্রাড ইভান্স। কিন্তু ১৬৯ থেকে ১৭৬- এই সাত রানে ৩ উইকেট হারিয়েই সর্বনাশটা করে ফেলে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১৩ রানে হেরে যেতে হয় স্বাগতিকদের।
১১৫ রানের অসাধারণ একটি ইনিংস খেলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেন না সিকান্দা রাজা। বরং তার আউটের মধ্য দিয়ে শেষ হয়ে যায় জিম্বাবুয়ের জয়ের সম্ভাবনা।