Can't found in the image content. ম্যাজিস্ট্রেটের চশমা ‘ছিনতাই’, বিপাকে বৃন্দাবনের পুলিশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ |

EN

ম্যাজিস্ট্রেটের চশমা ‘ছিনতাই’, বিপাকে বৃন্দাবনের পুলিশ

ওপার বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২

ম্যাজিস্ট্রেটের চশমা ‘ছিনতাই’, বিপাকে বৃন্দাবনের পুলিশ
শিরোনাম দেখে নিশ্চয়ই ভাবছেন যে কার এতো দুঃসাহস যে স্বয়ং ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ছিনতাই করবে? তাও অর্থকড়ি নয়, চশমা! না, কোনো মানুষ নয় ‘ভিলেন’ বানর ছিনিয়ে নিয়েছিলেন ভারতের উত্তর প্রদেশের মথুরা বৃন্দাবনের ম্যাজিস্ট্রেট নবনীত চাহালের চশমা। আর সেই চশমা ফিরে পেতে রীতিমত বিপাকে পড়েছিলেন তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নবনীত চাহালের চশমা নিয়ে পালায় একটি বানর। চশমা হারিয়ে বিপাকে পড়েন তিনি। এরপর চশমা ফেরত পেতে বানরটিকে নানাভাবে বশে আনার চেষ্টা করেন নবনীত এবং তার সঙ্গে থাকা প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। বানরটিকে রীতিমত অনুনয়-বিনয় করতে দেখা যায়। অবশ্য কিছুক্ষণ পর নিজে নিজেই চশমাটি ফেরত দেয় বানর। 

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।