Can't found in the image content.
স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ১৯, ২০২২
রিয়াল মাদ্রিদে যাওয়া থেকে এক প্রকার জোর করেই কিলিয়ান এমবাপ্পেকে দলে রেখেছে পিএসজি। শর্ত হিসেবে তাকে দিয়েছে পূর্ণ স্বাধীনতা। পিএসজিতে নতুন করে চুক্তি করার পর থেকেই যেন মেসি-নেইমারের পেছনে লেগেছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা। এছাড়া প্রায় বেফাঁস কথা বলে তোপের মুখে পড়েছেন এমবাপ্পে।
এবার সরাসরি বিবাদে জড়িয়েছে সময়ের সেরা তারকা লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে। এতে বিশ্ব ফুটবলে সমালোচনার ঝড় উঠেছে এমবাপ্পের বিরুদ্ধে।
লিগ ওয়ানে পিএসজির সবশেষ ম্যাচে নেইমারের সঙ্গে মাঠেই পেনাল্টি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিলেন এমবাপ্পে। তাও আবার ম্যাচে নিজেদের প্রথম পেনাল্টিটা মিস করার পর। নেইমারের কাছে পেনাল্টি নিতে যাওয়ার সময়ই মেসিকে ধাক্কাও দিয়ে বসেন এমবাপ্পে। তার এমন আচরণ কারণ মেসি তাকে পাস না দেয়ার ফলে। এমন ঘটনার পর মেসি খানিকটা হতবম্ভ হয়ে পড়েন। এই ভিডিও এখন পৃথিবী জুড়ে ভাইরাল।
শুধু তাই নয়, ম্যাচ শেষে ড্রেসিং রুমে নেইমারের সঙ্গে আবারও বিবাদে জড়িয়ে পড়েন। গুঞ্জন রয়েছে হাতাহাতিরও। আর এ খবরও দাবানলের মতো ছড়িয়েছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে।
এমন সব ঘটনায় এমবাপ্পের আচরণ নিয়ে যে প্রশ্ন উঠছে। সমর্থকদের গঞ্জনা শুনতে হচ্ছে, এবার তাতে যোগ দিয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ওয়েইন রুনিও। রুনি রীতিমতো ধুয়েই দিয়েছেন ফরাসি এই তারকাকে। তার মতে, এমন অহংকার আর কখনোই দেখেননি তিনি।
সম্প্রতি দেপার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুনি বলেন, ‘একটা ২৩ বছরের খেলোয়াড় মেসিকে ধাক্কা দিচ্ছে, এর চেয়ে বড় অহংকার আমি কখনো দেখিনি। কেউ এমবাপ্পে এটা মনে করিয়ে দেয়া দরকার যে মেসির বয়স যখন ২৩ ছিল, তখনই সে চারটা ব্যালন ডি’অর জিতে গিয়েছিল।’
রুনির এই কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড়ই বইয়ে দিয়েছে। বেশিরভাগ ভক্তসমর্থকেরই মত, এমবাপের আচরণটা মেসির জন্য বেশ অপমানকরই ছিল।