ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

আইপিএল ফেরার ম্যাচে ব্যাটিং ঝড়ে নায়ক রুতুরাজ

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ২০, ২০২১

আইপিএল ফেরার ম্যাচে ব্যাটিং ঝড়ে নায়ক রুতুরাজ
সাত রানে নেই ৩ উইকেট। আঘাত পেয়ে ফিরে গেছেন আরও এক ব্যাটসম্যান। সেখান থেকে দুর্দান্ত এক ইনিংসে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন রুতুরাজ গায়কোয়াড়। ব্যাটিংয়ে ক্যামিওর পর বল হাতেও অবদান রাখলেন ডোয়াইন ব্রাভো। থমকে থাকা আইপিএল ফেরার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাল চেন্নাই সুপার কিংস।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার ২০ রানে জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় মুম্বাই করতে পারে ১৩৬।

ইনিংস শুরু করে ৫৮ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেন রুতুরাজ। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হওয়া ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। ব্যাটিংয়ে ৮ বলে ২৩ রানের ইনিংসের পর হাত ঘুরিয়ে ৩ উইকেট নেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ব্রাভো।

এবারের আইপিএল শুরু হয়েছিল ভারতে। করোনাভাইরাসের প্রকোপে গত মে মাসে মাঝপথে স্থগিত হয়ে যায় টুর্নামেন্ট। চেন্নাই-মুম্বাই ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে আবার শুরু হলো আসরের বাকি অংশ।

টস জিতে ব্যাটিংয়ে নেনে চেন্নাইয়ের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। প্রথম ওভারে ট্রেন্ট বোল্টের বলে শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়ে ফাফ দু প্লেসি ফেরেন শূন্য রানে।

তিনে নেমে রানের খাতা খুলতে পারেননি মইন আলিও। দ্বিতীয় ওভারে অ্যাডাম মিল্নের বলে পয়েন্টে সৌরভ তিওয়ারির দারুণ ক্যাচে ফেরেন ইংলিশ অলরাউন্ডার। ওই ওভারেই কনুইয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন আম্বাতি রায়ডু।

বোল্টের পরের ওভারে সুরেশ রায়না একটি চার মেরেই আউট হন বাজে শটে। টিকতে পারেননি অধিনায়ক ধোনিও। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে চেন্নাইয়ের রান তখন কেবল ২৪।

সেখান থেকে দলকে দেড়শ ছাড়ানো পুঁজি এনে দেওয়ার কৃতিত্ব রুতুরাজের। রবীন্দ্র জাদেজার সঙ্গে ৬৪ বলে ৮১ ও ব্রাভোর সঙ্গে ১৬ বলে ৩৯ রানের দুটি জুটি গড়েন তিনি।

বোল্টের করা ১৯তম ওভারে ব্রাভোর দুই ছক্কা ও রুতুরাজের একটি করে ছক্কা-চারে আসে ২৪ রান। ১১২ রান আসে শেষ ১০ ওভারে।

৫৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় গড়া রুতুরাজের ৮৮ রানের ইনিংস। জাদেজা ২৬ ও ব্রাভো ৩ ছক্কায় করেন ২৩ রান।

রান তাড়ায় প্রায় একাই দলকে টানেন সৌরভ তিওয়ারি। ৪০ বলে ৫ চারে ৫০ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তিনি ছাড়া মুম্বাইয়ের আর কেউ ২০ পর্যন্ত যেতে পারেননি। তাই আইপিএলের সফলতম দলটিও যেতে পারেনি লক্ষ্যের ধারেকাছে।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে যদিও পায়নি তারা চোটের কারণে। তৃতীয় ওভারে কুইন্টন ডি কক বিদায় নেন এলবিডব্লিউ হয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা।

সংক্ষিপ্ত স্কোর:
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৫৬/৬ (রুতুরাজ ৮৮*, দু প্লেসি ০, মইন ০, রায়ডু ০ রিটায়ার্ড হার্ট, রায়না ৪, ধোনি ৩, জাদেজা ২৬, ব্রাভো ২৩, শার্দুল ১*; বোল্ট ৪-১-৩৫-২, মিল্নে ৪-০-২১-২, বুমরাহ ৪-০-৩৩-২, পোলার্ড ২-০-১৫-০, রাহুল চাহার ৪-০-২২-০, ক্রুনাল পান্ডিয়া ২-০-২৭-০)

মুম্বাই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ১৩৬/৮ (ডি কক ১৭, আনমোলপ্রিত ১৬, সূর্যকুমার ৩, কিষান ১১, সৌরভ ৫০*, পোলার্ড ১৫, ক্রুনাল পান্ডিয়া ৪, মিল্নে ১৫, রাহুল চাহার ০, বুমরাহ ১*; দিপক চাহার ৪-০-১৯-২, হেইজেলউড ৪-০-৩৪-১, শার্দুল ৪-০-২৯-১, মইন ৩-০-১৬-০, ব্রাভো ৪-০-২৫-৩, জাদেজা ১-০-১৩-০)

ফল: চেন্নাই সুপার কিংস ২০ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রুতুরাজ গায়কোয়াড়।