এশিয়া কাপকে সামনে রেখে আগেভাগে মাঠে নেমেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। তাদের সঙ্গে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজও। আজ যুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
তাদের অনুশীলন দেখতে বৃহস্পতিবার হঠাৎ মিরপুরে হাজির হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই সময় ক্রিকেটারদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন তিনি। এমনকি টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাছ থেকেও ক্রিকেটারদের উন্নতি বিষয়ে আলোচনা করেন নাজমুল হাসান। এই সময় বিসিবি প্রধানের সঙ্গে ছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
নাজমুল হাসান যখন মাঠে আসেন তখন সেন্টার উইকেটে ব্যাটিং করছিলেন মুশফিক। সাকিব অনুশীলন শেষ করে আগেই ড্রেসিংরুমে ঢুকে যান।
ক্রিকেটারদের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান। যেখানে তিনি ক্রিকেটারদের অনুশীলন দেখার কথা জানিয়ে বলেন, 'যেহেতু এশিয়া কাপে টিম যাচ্ছে, তার জন্য সিডন্স চলে এসেছে। আর সে আমাকে জানিয়েছে এখানে কয়েকজন অনুশীলন করছে। কী করছে না করছে, এসব নিয়ে কথা হয়েছিল। যখন শুনলাম তারা অনুশীলন করছে, তখন ভাবলাম একটু আসি।