ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

রোনালদো ইস্যুতে দুই ভাগ ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২

রোনালদো ইস্যুতে দুই ভাগ ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডে আর থাকতে চান না ক্রিস্তিয়ানো রোনালদো। এ সংবাদ বেশ পুরনো। ক্লাবের হয়ে দুটি ম্যাচে মাঠে নামলেও ইচ্ছার এখনও পরিবর্তন হয়নি তার। ব্রেন্টফোর্ডের মাঠে বিধ্বস্ত হওয়ার পর ইচ্ছাটা আরও বেড়েছে। আর তাতে কিছুটা ঝামেলাতেও পড়েছে ক্লাবটি। কোচ এরিক টেন হাগ ইচ্ছার বিরুদ্ধে রোনালদোকে ধরে রাখতে না চাইলেও তাকে বিক্রি করতে রাজী নন ইউনাইটেডের কো-চেয়ারম্যান জোয়েল গ্লেজার। এমন সংবাদই প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

মৌখিকভাবে ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর থেকেই রোনালদোকে নিজের পরিকল্পনার অংশ জানিয়ে আসছিলেন টেন হাগ। ব্রাইটনের বিপক্ষে বেঞ্চ থেকে রোনালদোকে খেলালেও ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলিয়েছেন শুরু থেকেই। তবে দুটি ম্যাচেই হার দেখেছে দলটি। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই অনেকটা পিছিয়ে গিয়েছে তারা। দলের এমন পরিস্থিতিতে নিজের সিদ্ধান্তের পরিবর্তন করেছেন টেন হাগ।

ম্যানচেস্টার ইভিনিং নিউজের সংবাদ অনুযায়ী, রোনালদোকে এখন বিক্রি করে দেওয়ার পক্ষেই টেন হাগ। দ্য অ্যাথলেটিকও দাবি করেছে রোনালদো ইস্যুতে যে মন পরিবর্তন করেছেন এ কোচ। তবে বাঁধ সেধেছেন ক্লাবটির কো-চেয়ারম্যান গ্লেজার। রোনালদোর চুক্তি বাতিল করতে চান না তিনি। এমনকি এ ফরোয়ার্ড বিক্রির জন্য নয় বলেই জানিয়ে দিয়েছেন তিনি। ইউনাইটেডের প্রতিটি ট্র্যান্সফারের অনুমোদন দেন গ্লেজারই।

দ্য অ্যাথলেটিকের সংবাদে আরও বলা হয়েছে অনুশীলনের ধরণ নিয়ে ক্যারিংটনে এরমধ্যেই টেন হাগের সঙ্গে একবার তর্ক হয়েছে রোনালদোর। আর ব্রেন্টফোর্ডের বিপক্ষে হারের পর সহকারী কোচ স্টিভ ম্যাকক্লারেনের সঙ্গেও তর্ক হয়েছে তার। এ সকল কারণেই হয়তো নিজের মত পরিবর্তন করেছেন টেন হাগ।

তবে দল-বদলের বিষয় নিয়ে এখনও কাজ করে যাচ্ছেন রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস। এরমধ্যেই পিএসজি, চেলসি, বায়ার্ন মিউনিখ এবং অ্যাতলেতিকো মাদ্রিদ মতো ক্লাবের সঙ্গে আলোচনা করেছেন তিনি। যদিও শেষ পর্যন্ত সবাই পিছু হটেছে। নতুন করে ক্লাব খোঁজার কাজ চালিয়ে যাচ্ছেন।