Can't found in the image content. ঘরের মাঠে আবারও লিভারপুলের হোঁচট | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ঘরের মাঠে আবারও লিভারপুলের হোঁচট

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২

ঘরের মাঠে আবারও লিভারপুলের হোঁচট
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেয়েছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অল রেডসরা।

ফুলহ্যামের সঙ্গে ড্রয়ের রেশ না কাটতেই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নেমেছিলো লিভারপুল। তবে অ্যানফিল্ডেও জয়ের দেখা পায়নি অলরেডস।

অথচ শুরুটা দারুণ করেছিল স্বাগতিকরা। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ নতুন সাইনিং ডারউইন নুনেজ। প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি মোহাম্মেদ সালাহর শটও।

স্রোতের বিপরীতে ক্রিস্টাল প্যালেসকে লিড এনে দেন উইলফ্রিড জাহা। আইভরি কোস্ট তারকার ক্লিনিকাল ফিনিংশিয়ে স্তব্ধ অ্যানফিল্ড।

দুর্ভাগ্য নুনেজ ও লিভারপুলের। উরুগুয়ান স্ট্রাইকারের শটে গোল পোস্ট বাধা না হলে বিরতির আগেই সমতায় ফিরতে পারতো স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে সেই ক্ষত আরও বাড়িয়েছেন নুনেজ। হেডবাট কান্ড ঘটিয়ে লালকার্ড দেখে হোম ডেব্যু স্মরণীয় করে রেখেছেন নাম্বার টুয়েন্টি সেভেন।

মান বাঁচিয়েছেন লুইস দিয়াজ। একক প্রচেষ্টায় ডি বক্সের বাইরে থেকে তার দৃষ্টিনন্দন গোলে সমতায় ফেরে য়্যুর্গেন ক্লপের দল।

তবে পুরো ম্যাচে ২৪ শট নিয়েও জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি লিভারপুলের। টানা দুই ম্যাচ ড্রয়ের হতাশা নিয়ে আগামী সপ্তাহে ধুঁকতে থাকা ম্যানইউর বিপক্ষে নামবে অলরেডসরা।