ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

ব্রেন্টফোর্ডের কাছে লজ্জার হার ম্যানচেষ্টার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ১৪, ২০২২

ব্রেন্টফোর্ডের কাছে লজ্জার হার ম্যানচেষ্টার ইউনাইটেডের
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে একদমই ছন্দে নেই ম্যানচেষ্টার ইউনাইটেড। আসরের প্রথম ম্যাচে ব্রাইটনের কাছে  ২-১ গোলে হেরে শনিবার (১৩ আগস্ট) দ্বিতীয় ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলের ব্যবধানে হারে তারা।

১৯৩৭ সালে লিগ ডিভিশন ওয়ান ও ১৯৩৮ সালে এফএ কাপে রেড ডেভিলদের হারিয়েছিল ব্রেন্টফোর্ড। দীর্ঘ ৮৪ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ব্রেন্টফোর্ডের কাছে হারের লজ্জায় পড়ল ইউনাইটেড।

শনিবার (১৩ আগস্ট) জিটেক কমিউনিটি স্টেডিয়ামে হওয়া ম্যাচের প্রথমার্ধেই এক হালি গোল হজম করে এরিক টেন হাগের শিষ্যরা। 

ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটেী মাথায় ম্যাথিয়াস জেনসেনের অ্যাসিস্টে বল পেয়ে ডানপায়ের দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন জশ ডাসিলভা। ৮ মিনিট পর ডান পায়ের শটে বল জালে জড়ান জেনসেন। এরপর ৩৫ মিনিটের মাথায় ইভান টনির বাড়ানো বল নিয়ে বাঁ পায়ের শটে গোল করেন ব্রায়ান এমবেউমো। 

তবে  দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনজন খেলোয়াড় বদল করেন টেন হাগ। মোট পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করেও তেমন লাভ হয়নি দলের। ৮৬ মিনিটে ইয়োনে উইসা ও ৮৭ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর শট প্রতিহত করেন ব্রেন্টফোর্ডের গোলরক্ষক ডেভিড রায়া।