Can't found in the image content. হত্যার হুমকি পেয়ে ক্লাব ছাড়লেন উইলিয়ান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

হত্যার হুমকি পেয়ে ক্লাব ছাড়লেন উইলিয়ান

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ১৪, ২০২২

হত্যার হুমকি পেয়ে ক্লাব ছাড়লেন উইলিয়ান
সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার উইলিয়ান বোর্হেস। জানা গেছে, ক্লাব ফুটবলে বাজে পারফর্মের কারণেই এমন পরিস্থিতি হয়েছে তার। 

শনিবার (১৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, গত মৌসুমে আর্সেনাল ছেড়ে শৈশবের ক্লাব করিন্থিয়ান্সে যোগ দিয়েছিলেন উইলিয়ান। কিন্তু সেখানে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ক্লাব হারলে বা বাজে পারফর্ম করলেই সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর হুমকি পান এই ব্রাজিলিয়ান। তাই চুক্তি শেষ হওয়ার আগেই বাধ্য হয়ে ক্লাব ছাড়লেন সাবেক এই আর্সেনাল তারকা।

উইলিয়ানের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে করিন্থিয়ান্স সভাপতি দুইলিও মনতেইরো বলেন, উইলিয়ান আমাদের সঙ্গে তার চুক্তি বাতিল করেছে। য়াম্রা তাকে আর পাচ্ছি না। তবে বিষয়টি মেনে নিতে খারাপ লাগছে। সবকিছু আমাদের প্রত্যাশা অনুযায়ী না হওয়াটাও কষ্টের।

এদিকে করিন্থিয়ান্স নিজেদের শেষ ৯ ম্যাচের পাঁচটিতেই হেরেছে। বুধবার (১০ আগস্ট) কোপা লিবের্তাদোরেসের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে ফ্লামিঙ্গোর কাছে হেরে ছিটকে যায় তারা। সেই ম্যাচে দলে ছিলেন উইলিয়ান।

চেলসি ও আর্সেনালে খেলার আগে রাশান ক্লাব আনঝি মখছকলা এবং ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেটস্কেও খেলেছেন উইলিয়ান। ২০০৬-০৭ মৌসুমে এই করিন্থিয়ান্সেই নিজের সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন উইলিয়ান।