ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

আজ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে বিসিবি!

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ১২, ২০২২

আজ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে বিসিবি!
আর মাত্র ১৪ দিন পরই মাঠে গড়াবে এশিয়া কাপের ১৫তম আসর। তবে এখন পর্যন্ত দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে দল ঘোষণার শেষদিন নির্ধারণ ছিল ৮ আগস্ট। কিন্তু দলের কয়েকজন ক্রিকেটারের ইনজুরির কারণে এসিসি থেকে বাড়তি তিনদিন সময় নেয় বিসিবি।

বিসিবির নেয়া সে সময় শেষ হয় গতকালই (১১ আগস্ট)। কিন্তু ওই দিনও দল ঘোষণা করেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। আরও দুয়েকদিন দল ঘোষণা পিছিয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) বোর্ড পরিচালকদের নিয়ে বেক্সিমকো ফার্মার অফিসে বৈঠকে বসেন, এরপরই এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।

পাপন বলেছেন, ‘দলটা আমরা খুব সম্ভব আগামীকাল ( আজ শুক্রবার) দিয়ে দেবো বা সর্বোচ্চ পরশু দিন। আগামীকালকেই দিয়ে দেয়ার সম্ভাবনা খুব বেশি। দৃশ্যটা কেমন হতে পারে সেসব নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। ’

‘এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয়েছে তামিম টি-টোয়েন্টি খেলছে না। লিটন দাস, সোহান ও রাব্বি তিনজনই ইনজুরিতে। সুতরাং তিনজনই নেই আমাদের স্কোয়াডে। দলটা গুছানোই ছিল মূল ইস্যু।’

বিসিবি কর্তাদের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এছাড়া পরিচালক মাহবুব আনাম, এনায়েত হোসেন সিরাজ, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও ছিলেন বৈঠকে।