ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

পুজোর আগে সস্তা সোনা, চওড়া হাসি মধ্যবিত্তের

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ১৯, ২০২১

পুজোর আগে সস্তা সোনা, চওড়া হাসি মধ্যবিত্তের

বিশ্বকর্মা পুজোর পরের দিনই ফের কমল সোনার দাম (Gold Price)। বৃহস্পতিবার দাম কমার পর শনিবার আরও সস্তা হল সোনা। পুজোর আগে সপ্তাহান্তে সোনার দর কমায় হাসি চওড়়া হচ্ছে মধ্যবিত্তের।

 

শনিবার কলকাতায় দাম কমেছে 22 ক্যারেট, 24 ক্যারেট ও 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার৷ পাশাপাশি সোনার পাশাপাশি রুপোর দামেও ফের একবার দামে পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে হাসি চওড়া মধ্যবিত্তের।

 

কয়েকদিন আগে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তা বেড়েছিল মধ্যবিত্তের। কারণ পুজোর মুহূর্তে প্রিয়জনকে সোনা উপহার দেওয়ার কথা ভাবেন অনেকেই। ফলে ফের একবার সোনা সস্তা হওয়ায় খুশি মধ্যবিত্ত। একনজরে দেখে নেওয়া যাক কলকাতায় সোনা-রুপোর দাম (Gold-Silver Price Kolkata)

 

কলকাতায় 24 ক্যারেট সোনার দাম (24 Carat Gold Price Kolkata)

 

আজ কলকাতায় 24 ক্যারট খাঁটি সোনার প্রতি গ্রামে দাম 4695 টাকা। প্রতি 10 গ্রামের দাম 46950 টাকা। বৃহস্পতিবার 24 ক্যারট খাঁটি সোনার প্রতি গ্রামে দাম ছিল 4750 টাকা। টাকা। গ্রাম প্রতি সোনার দাম কমেছে 55 টাকা। প্রতি 10 গ্রামে দাম কমেছে 550 টাকা।

 

কলকাতায় 22 ক্যারেট সোনার দাম (22 Carat Gold Price Kolkata)

 

আজ কলকাতায় 22 ক্যারট সোনার প্রতি গ্রামে দাম 4455 টাকা। প্রতি 10 গ্রামে দাম 44550 টাকা। বৃহস্পতিবার প্রতি গ্রামে দাম ছিল 4505 টাকা। ওইদিনের তুলনায় আজ প্রতি গ্রামে দাম কমেছে 50 টাকা। বৃহস্পতিবার প্রতি 10 গ্রামে দাম ছিল 45050 টাকা। দামে পার্থক্য 500 টাকা।

 

কলকাতায় 22 ক্যারট হলমার্কযুক্ত সোনার দাম ( 22 Carat Hallmarked Gold Price)

 

আজ কলকাতায় 22 ক্যারট হলমার্কযুক্ত সোনার প্রতি গ্রামে দাম 4520 টাকা। প্রতি 10 গ্রামে দাম 45200 টাকা। বৃহস্পতিবার গ্রাম প্রতি দাম ছিল 4575 টাকা। আজ গ্রাম প্রতি দাম কমেছে 55 টাকা। 10 গ্রামে দাম কমেছে 550 টাকা।

 

কলকাতায় রুপোর দাম (Silver Price in Kolkata)

 

সস্তা হয়েছে রুপোও। বৃহস্পতিবার প্রতি কেজির দাম ছিল 62,900 টাকা। আজ কেজিপ্রতি দর 60,500 টাকা। কেজি প্রতি দর কমেছে 2,400 টাকা।