Can't found in the image content. আবারও টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

আবারও টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ১০, ২০২২

আবারও টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম দুই ম্যাচেই নিশ্চিত হয়ে গেছে সিরিজ হার। তিন ম্যাচ সিরিজের শেষটি এখন বাংলাদেশ দলের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

তামিম ইকবালের দল সেটা পারবে কি না? তার উত্তর পাওয়ার শুরু হবে বুধবার বাংলাদেশ সময় ১টা ১৫ মিনিটে।
হারারের স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে টস হেরেছে বাংলাদেশ, আগে নামতে হবে ব্যাটিংয়ে । সিরিজের আগের দুই ম্যাচেই পাঁচ উইকেটের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এর আগে হেরেছিল টি-টোয়েন্টি সিরিজেও।  

তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় পাওয়া চোটে ছিটকে গেছেন রেজিস চাকাভা। তার জায়গায় অভিষেক হচ্ছে ক্লাইভ মাদান্দের।  

বাংলাদেশের একাদশেও এসেছে একাধিক পরিবর্তন। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে না খেলা মোস্তাফিজুর রহমান ফিরেছেন একাদশে। এছাড়া অভিষেক হচ্ছে এবাদত হোসেনের। একাদশ থেকে বাদ পড়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।  

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, হাসান মাহমুদ

জিম্বাবুয়ে একাদশ:
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্র্যাডলি এভান্স, লুক জঙ্গে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি