Can't found in the image content. নারী ভেবে পুরুষের সঙ্গে ‌‘প্রেম’ করেছিলেন আফ্রিদি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

নারী ভেবে পুরুষের সঙ্গে ‌‘প্রেম’ করেছিলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ৮, ২০২২

নারী ভেবে পুরুষের সঙ্গে ‌‘প্রেম’ করেছিলেন আফ্রিদি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ও দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি খেলোয়াড়ি জীবনে মাঠে এবং মাঠের বাইরে সমানভাবে আলোচিত ছিলেন। ব্যাট হাতে বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য নামই হয়ে গিয়েছিল বুম বুম আফ্রিদি। নিয়মিত রান না করলেও বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট এনে দিতে জুড়ি ছিল না তার। 

নিজের সময়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অলরাউন্ড নিজের কারিশমাটিক ব্যক্তিত্ব দিয়ে অনেক নারী ভক্তদের হৃদয়েও দোলা দিয়েছেন। সে সময় নিয়মিত নারী ভক্তদের আফ্রিদি আফ্রিদি ধ্বনিতে গ্যালারি কেঁপে উঠতো। 
 
আফ্রিদি নিজের ‘গেম চেঞ্জার’ বইয়ে তেমনই এক ‘নারী ভক্তের’ সঙ্গে তার ফোনালাপের স্মৃতি বর্ণনা করেছেন। আফ্রিদি বলেন, ‘বিয়ের আগে একজন মহিলা প্রায়শই আমাকে ফোন করে কথা বলতে চাইত। ওর গলার আওয়াজটা একেবারে আলাদা ছিল। এরপর আমরা একে অপরের সঙ্গে দেখা করার সিদ্ধান্তও গ্রহণ করেছিলাম।’

মুঠোফোনে কথা হতে থাকে সে নারীর সঙ্গে দেখা করতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার, ‘আমি ওকে আমার বাড়িতে ডেকেছিলাম। উনি আমার বাড়িতে এসে কলিংবেল বাজিয়েছিলেন। আমি দরজা খুলতেই দেখি সামনে একজন সুপুরুষ যুবক হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করতে জানান যে উনিই সেই ব্যক্তি যাকে আমি মহিলা মনে করে কথা বলতাম। সেই সময় আমি মনে মনে জোর ধাক্কা খেয়েছিলাম। পরবর্তীকালে অনেক কষ্ট করে আমি ওর হাত থেকে মুক্তি পেয়েছিলাম।’

১৯৯৬ সালে অভিষেকে হওয়া আফ্রিদি ২০১৮ সালের ৩১ মে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।