ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

‘জিম্বাবুয়ের চারের বিপরীতে আমাদের শূন্য’

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ৮, ২০২২

‘জিম্বাবুয়ের চারের বিপরীতে আমাদের শূন্য’

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের রেশ কাটতে না কাটতেই ৯ বছর পর প্রথম ওয়ানডে সিরিজ পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে আফ্রিকার দেশটির বিপক্ষে ৩০৩ রান করেও ৫ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে। অপরাজিত ১৩৫ রান করে বাংলাদেশকে হারিয়ে দেন সিকান্দার রাজা।

প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান রাজা দ্বিতীয় ম্যাচে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখালেন। ৩ উইকেট নেয়ার পর ১১৭ রানে অপরাজিত থাকলেন। তার কাছেই সিরিজ হারতে হলো তামিম ইকবালের দলকে। সে সঙ্গে ৭৫ বলে ১০২ রান করে বাংলাদেশকে হারানোর পথে অনেক বড় অবদান রাখেন অধিনায়ক রেগিস চাকাভা।

টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় করে নেয়া জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা সাকুল্য ৪টি ব্যক্তিগত শতক হাঁকান, সেখানে সফরকারী ব্যাটসম্যানদের অর্জন শূন্য। এমন হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়াই ওয়ানডে সিরিজ হারের অন্যতম কারণ বলছেন টাইগার কাপ্তান তামিম।

দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হেরে পুরস্কার বিতরণী মঞ্চে তামিম বললেন, ‘পার্থক্যটা হলো তাদের ৪ সেঞ্চুরির বিপরীতে আমাদের শূন্য সেঞ্চুরি। আমরা ভালো একটা সংগ্রহ পেয়েছিলাম। শুরুটাও ভালো হয়েছে কিন্তু কেউ সেটা টেনে নিতে পারেনি।’ 

তামিম বলেন, ‘শুরু থেকেই উইকেট ভালো ছিল। স্পিনারদের বিপক্ষে কাজটা সহজ ছিল না। পুরো কৃতিত্ব জিম্বাবুয়েকে দিতে হয়, সিরিজে তারা অনেক ভালো একটা দল হয়ে খেলেছে। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি যে কারণে আমরা এখন এই অবস্থানে।’