Can't found in the image content. মুস্তাফিজও চোট নিয়ে মাঠের বাইরে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

মুস্তাফিজও চোট নিয়ে মাঠের বাইরে

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ৭, ২০২২

মুস্তাফিজও চোট নিয়ে মাঠের বাইরে
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের জন্য দুঃসংবাদ বাড়ছেই। নুরুল হাসান সোহান, লিটন দাস, শরিফুল ইসলামের পর চোটে পড়েছেন পেসার মুস্তাফিজুর রহমানও। চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই বাঁহাতি পেসারকে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছেন দলের ফিজিও।

মুস্তাফিজ দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেও চোট শঙ্কা কাঁটিয়ে এই ম্যাচে থাকছেন মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলাম। বাংলাদেশ দলের সঙ্গে থাকা ফিজিও মোজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, ‘মুস্তাফিজ ভাইয়ের এমআরআইতে খুব খারাপ কিছু আসেনি, শুধু জয়েন্ট ইফিউশন। তাই মুস্তাফিজকে হয়ত আগামী ম্যাচটা বিশ্রাম দিব। পরের ম্যাচ থেকে উনি থাকবেন।’ 

এছাড়া পরীক্ষা-নিরীক্ষায় মুশফিক এবং শরিফুলের বড় কোনো চোট পাওয়া যায়নি জানিয়ে ফিজিও বলেন, ‘মুশফিকের হাতে কোনো ফ্র্যাকচার পাইনি, তবে সফট টিস্যু ইঞ্জুরি আছে। শরিফুলেরও তেমন বড় ধরনের কিছু পাইনি।  কালকের ম্যাচে শরিফুল ও মুশফিক দুজনই আছেন।’

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগামীকাল রোববার (৭ আগস্ট) দুপুর ১.১৫ মিনিটে হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবেন তামিমরা।