Can't found in the image content. গোল উৎসব দিয়ে আসর শুরু করলো বায়ার্ন মিউনিখ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

গোল উৎসব দিয়ে আসর শুরু করলো বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ৬, ২০২২

গোল উৎসব দিয়ে আসর শুরু করলো বায়ার্ন মিউনিখ

ছবি: সংগৃহীত

রবার্ট লেভানদোভস্কিকে হারানোর ধাক্কাটা যেন ভালোভাবেই সামলে উঠেছে বায়ার্ন মিউনিখ। সাত দিন আগে লাইপজিগকে গোলবন্যায় ভাসিয়ে জার্মান সুপার কাপ জয়ী দলটি এবার বুন্দেসলিগায়ও মৌসুম শুরু করেছে বড় জয় দিয়ে।

শুক্রবার রাতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে তাদেরই মাঠে গুঁড়িয়ে দিল ইউলিয়ান নাগেলসমানের দল। ম্যাচটি ৬-১ গোলে জিতেছে রেকর্ড চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল বায়ার্ন। ১০ মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে দুবার বল পাঠায় তারা। পঞ্চম মিনিটে কিমিখ অনেক দূর থেকে ফ্রি কিকে দলকে এগিয়ে নেওয়ার পাঁচ মিনিট পর জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন পাভার্দ।

২৯তম মিনিটে হেডে বায়ার্নের হয়ে গোলের খাতা খোলেন লিভারপুল থেকে আসা মানে। ছয় মিনিট পর টমাস মুলারের পাসে কাছ থেকে দলের চতুর্থ গোলটি করেন জার্মান মিডফিল্ডার মুসিয়ালা। বিরতির একটু আগে ৫-০ করেন জিনাব্রি।

বিরতির পর অবশ্য বায়ার্নকে আরও বিধ্বংসী হতে দেয়নি স্বাগতিকরা। ৬৪তম মিনিটে ফরোয়ার্ড কোলো মুয়ানি একটি গোল শোধ করেন। তবে ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ৬-১ করে ফেলেন মুসিয়ালা।