Can't found in the image content. আমার অনুপস্থিতিতে টাকা রাখা হয়: অর্পিতা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ |

EN

আমার অনুপস্থিতিতে টাকা রাখা হয়: অর্পিতা

ওপার বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ২, ২০২২

আমার অনুপস্থিতিতে টাকা রাখা হয়: অর্পিতা

ছবি: সংগৃহীত

মঙ্গলবার অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে জোকা ESI হাসপাতালে নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষাপ জন্য। এদিন কোনও কথা বলেননি পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু, অর্পিতা মুখোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেছে। তিনি বলেছেন, তিনি যখন ফ্ল্যাটে থাকতেন না সেই সময় রাখা হত টাকা। খবর এই সময়ের।

প্রতিবেদনে বলা হয়, অর্পিতা মুখোপাধ্যায়কে মঙ্গলবার জোকা ESI হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার অনুপস্থিতিতে টাকা রাখা হয়।” তাঁর এই দাবির পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। 

অর্পিতার দাবির পর প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে তাঁর অনুপস্থিতিতে কে বা কারা টাকা রাখে? উঠছে সেই প্রশ্নও।

অর্পিতা আগেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেছেন এই টাকা তাঁর নয়। ফ্ল্যাটের যে কামরা থেকে টাকা উদ্ধার হয়েছে সেখানে তিনি প্রবেশ করতেন না। নতুন করে তাঁর এই দাবি ঘিরে পড়েছে শোরগোল। উল্লেখ্য, অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ২৯ কোটি টাকা এবং সোনা পেয়েছে ED। পেশায় মডেল-অভিনেত্রী হলেও সেভাবে কোনওদিনই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছতে পারেননি অর্পিতা। সেক্ষেত্রে কোথা থেকে এত অর্থ পেলেন তিনি? এই নিয়ে উঠছে প্রশ্ন।

এবার অর্পিতা দাবি করেছেন, এই টাকা তাঁর নয়। তাঁর অবর্তমানে অন্য কেউ ফ্ল্যাটে টাকা রেখেছেন। অর্পিতার এই দাবি ঘিরে পড়েছে তীব্র শোরগোল। তবে কার দিকে আঙুল তুলছেন অর্পিতা? উঠছে সেই প্রশ্ন। উল্লেখ্য, এদিন জোকা ESI হাসপাতালে প্রবেশের আগে পার্থ চট্টোপাধ্যায় কোনও মন্তব্য করেননি। তিনি অবশ্য এর আগে সংবাদমাধ্যমে বলেন, "এই টাকা আমার নয়, আমার নয়, আমার নয়"। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।