Can't found in the image content. টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, জুলাই ৩১, ২০২২

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি: ক্রিকইনফো

২৪ ঘণ্টার ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে আবারও বাংলাদেশ।

হারারেতে দুই দলের প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানের হার দেখেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচে তাই জিততেই হবে সোহানদের। সেই লক্ষ্যে এই ম্যাচে দুটো পরিবর্তন এনেছে বাংলাদেশ।

গত ম্যাচে বাজে বোলিং করায় বাদ পড়েছেন তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ। তাদের বদলে দলে এসেছেন পেসার হাসান মাহমুদ এবং অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান।

অপরদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে জিম্বাবুইয়ানরা। আজকের ম্যাচে জিতলে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে ফেলবে আফ্রিকার দেশটি।

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, আনামুল হক বিজয়, হাসান মাহমুদ, নাজমুল শান্ত, মোসাদ্দেক হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, রেগিস চাকাবা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), লুক জঙ্গি, ওয়েসলে মাধবেরে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগার্ভা, টানাকা চিভাঙ্গা, সিকান্দার রাজা, মিল্টন শুম্ভা ও সিন উইলিয়ামস।