ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও সহজ জয়ে শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, জুলাই ৩০, ২০২২

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও সহজ জয়ে শুরু ভারতের
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়েই শুরু করেছে ভারত।  

স্বাগতিকদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ৬৮ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।

টসে হেরে প্রথমে ব্যাট করে রোহিতের দল ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯০ রান তোলে। জবাবে আট উইকেট হারিয়ে ১২২ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ওপেনিংয়ে রোহিতের সঙ্গে পন্থের জায়গায় সূর্যকুমার যাদব ইনিংস ওপেন করেন। নতুন ওপেনিং জুটি হলেও ভারতের শুরুটা খারাপ হয়নি। প্রথম চার ওভারে ৪০-এর কাছাকাছি রান ওঠে। ভারতকে প্রথম ধাক্কা দেন ক্যারিবীয় স্পিনার আকিল হোসেন। সূর্যকুমারকে তুলে নেন তিনি। পরের ওভারেই ফেরেন শ্রেয়াস আয়ার (০)।  

পন্থ নামেন চারে। তবে ১৪ রানের মাথায় ফিরলেন তিনিও। খারাপ শট খেলে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আউট হওয়ার সময় চাপে পড়ে গিয়েছিল ভারত। রোহিত অবশ্য ফিফটি করেন। ৪৪ বলে ৬৬ রান করে তিনি ফিরে যাওয়ায় চাপ আরও বাড়ে। তবে একপ্রান্ত আগলে ঝড় তোলেন দীনেশ কার্তিক।  

অশ্বিনের সঙ্গে কার্তিক সপ্তম উইকেটে জুটি বেঁধে তুললেন ৬২ রান। চারটি চার এবং দুই ছক্কার সাহায্যে ১৯ বলে ৪১ রানে অপরাজিত থাকলেন কার্তিক। ১০ বলে ১৩ করলেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলার জন্য ১৯০ রান যথেষ্ট ছিল।

১৯১ রান তাড়া করতে গিয়ে ভারতের আনকোরা বোলারদের সামনে কেঁপে গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারানো শুরু হয় তাদের। বড় বড় শট মেরে কাইল মেয়ার্স শুরুটা ভাল করলেও আর্শদীপের ওভারে ফিরে যান। পরের ওভারে রবীন্দ্র জাদেজাকে উইকেট ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন জেসন হোল্ডার। এরপর পুরান (১৮), পাওয়েল (১৪), হেটমায়ার (১৪) শুরুটা ভালো করলেও ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেননি।  

বল হাতে ভারতের আর্শদীপ, অশ্বিন ও বিষ্ণুই ২টি করে উইকেট নেন। এছারা ভুবনেশ্বর কুমার ও জাদেজার ঝুলিতে যায় ১টি করে উইকেট।