Can't found in the image content. পার্থকে ভর্তি নিল না ভুবনেশ্বর এমস! স্বাস্থ্য পরীক্ষার পর জানাল, গুরুতর সমস্যা নেই | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

পার্থকে ভর্তি নিল না ভুবনেশ্বর এমস! স্বাস্থ্য পরীক্ষার পর জানাল, গুরুতর সমস্যা নেই

ওপার বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, জুলাই ২৫, ২০২২

পার্থকে ভর্তি নিল না ভুবনেশ্বর এমস! স্বাস্থ্য পরীক্ষার পর জানাল, গুরুতর সমস্যা নেই

ফাইল ছবি

পার্থ চট্টোপাধ্যায়ের তেমন কোনও গুরুতর সমস্যা নেই জানিয়ে দিল ভুবনেশ্বরের এমস। তবে কিছু পুরনো সমস্যা রয়েছে। তাঁকে সোমবারই ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে এমস।

কলকাতা হাইকোর্টর নির্দেশ মেনে সময়ের মধ্যেই রিপোর্ট দিয়েছে ভুবনেশ্বরের এমস।

সোমবার এমসের ডিরেক্টর একজিউটিভ ডাঃ আশুতোষ বিশ্বাস বলেন, ‘‘ওঁর ৪-৫ রকম রোগ রয়েছে। দীর্ঘ দিন ধরে উনি অনেক ওষুধ খাচ্ছেন। তাঁর অসুস্থতা ‘সিরিয়াস’ নয়। আমরা তাঁকে দ্রুত ছেড়ে দেবো।’’

তিনি আরও বলেন, ‘‘কিছু নিয়মিত সমস্যায় ভুগছেন পার্থ। ওষুধ খেয়ে যেতে হবে। তবে হাসপাতালে ভর্তি রাখার দরকার নেই।’’

এইমসের এই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে মেডিক্যাল অফিসার এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে।

সূত্র: আনন্দবাজার