ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

বার্সায় মেসির অধ্যায় শেষ হয়ে যায়নি

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, জুলাই ২৫, ২০২২

বার্সায় মেসির অধ্যায় শেষ হয়ে যায়নি
বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষ হয়ে যায় ২০২১ সালের পহেলা জুলাই; যা আনুষ্ঠানিকতায় রুপ পায় একই বছরের আগস্টে। প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে ৪ আগস্ট চুক্তি করার মধ্য দিয়ে নতুন অধ্যায়ে পা রাখেন বার্সার এই মহাতারকা।

তিন বছরের চুক্তিতে মেসির পিএসজিতে যোগ দেওয়ার বছর ঘনিয়ে আসছে। এমন সময়ে দাঁড়িয়ে বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন, কাতালান ক্লাবটিতে মেসির অধ্যায় শেষ হয়ে যায়নি। মেসির মতো মহাতারকার জন্য সুন্দর একটা বিদায় উপহার দেওয়ার জন্য আবার বার্সায় ফেরানো হবে এই আর্জেন্টাইনকে এমনটাই আশা এই সভাপতির।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা মেসিকে নিয়ে বলেন, ‘আশা করব, (বার্সেলোনায়) মেসির অধ্যায় শেষ হয়ে যায়নি। আমি মনে করি, আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা। সেই অধ্যায় ঠিক করার জন্য একটি মুহূর্ত খুঁজে বের করা, যা এখনও খোলা আছে এবং বন্ধ হয়ে যায়নি... শেষটা যেন আরও সুন্দর হয়।’

গত বছর ক্লাবের আর্থিক দৈন্যতা এবং লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়মের জন্য ক্লাব ছাড়তে হয়েছিল মেসিকে। ক্লাব ছাড়লেও মেসির কাছে বার্সা এবং সভাপতি নিজে ঋণী জানিয়ে লাপোর্তা আরও যোগ করেন,

‘বার্সার প্রেসিডেন্ট হিসেবে, যেটা করা দরকার ছিল আমি সেটাই করেছি। তবে বার্সার প্রেসিডেন্ট হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমি তার কাছে ঋণী।’

মেসিকে নিয়ে বার্সা সভাপতি লাপোর্তা আরও বলেন, ‘(বার্সেলোনায়) মেসিই ছিল সবকিছু। সে-ই সম্ভবত বার্সার সেরা খেলোয়াড়, সবচেয়ে কার্যকর। আমার মতে, তার তুলনা চলে কেবল ইয়োহান ক্রুইফের সঙ্গে। তবে একদিন এমনটা ঘটতেই হতো। (পূর্বের কর্মকর্তাদের সিদ্ধান্তে তৈরি) সমস্যার কারণে আমাদের এমন একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল।’

বার্সায় মেসির শ্রেষ্ঠত্ব অবশ্য পরিসংখ্যানই বলে। ক্লাবটির হয়ে সর্বোচ্চ ৭৭৮ ম্যাচ খেলা, সর্বোচ্চ গোল ৬৭২, সর্বোচ্চ ট্রফি ৩২ কিংবা এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ৬টি ব্যালন ডি’অর জেতার সব রেকর্ড তো মেসি বার্সার হয়েই গড়েছিলেন।