Can't found in the image content. ব্রাজিলিয়ান রাফিনহার গোলে বার্সার এল ক্লাসিকো জয় | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ব্রাজিলিয়ান রাফিনহার গোলে বার্সার এল ক্লাসিকো জয়

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, জুলাই ২৪, ২০২২

ব্রাজিলিয়ান রাফিনহার গোলে বার্সার এল ক্লাসিকো জয়
বার্সেলোনার হয়ে অভিষেক ম্যাচেই গোল করে নিজের জানান দিয়েছিলেন ব্রাজিলের ফুটবলার রাফিনহা। সেই ম্যাচ শেষে জানিয়েছিলেন, এল ক্লাসিকোতে গোল করতে চান তিনি।

‘একজন সবসময়ই যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে গোল করতে চায়। যদি এটা ডার্বি ম্যাচ হতো, তাহলে তো আরও বেশি।’ -রাফিনহা।

এ ছাড়াও বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো বলে দাবিও করেছিলেন এই ব্রাজিলিয়ান। নিজের সেই কথা কাজে রুপান্তর করেছেন রাফিনহা। লাস ভেগাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে গোল করে বার্সেলোনাকে ১-০ ব্যবধানে জিতিয়েছেন রাফিনহা।

ক্লাবের প্রীতি ম্যাচে আজ (২৪ জুলাই) মুখোমুখি হয় বার্সা-রিয়াল। লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে রাফিনহার একমাত্র গোলে জয়লাভ করে বার্সা। ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখায় কাতালান ক্লাবটি।

ম্যাচে রিয়াল মাদ্রিদ ৫২ শতাংশ বল দখলে রেখে এগিয়ে থাকা ছাড়া পুরো ম্যাচেই ছিল ব্যাকফুটে। ৯টি আক্রমণের চেষ্টা চালালেও একটি বলও গোলমুখে রাখতে পারেনি কার্লো আনচেলত্তির দল।

অপরদিকে বার্সা ম্যাচে ১৬টি আক্রমণ চালায় যার মধ্যে ৬টি শট ছিল গোলমুখে। ম্যাচের একমাত্র গোল রাফিনহা করেন খেলার ২৭তম মিনিটে। এরপরেও জোরালো কিছু আক্রমণ করলেও রিয়ালের গোলরক্ষক থিবায়ো কর্তোয়ার জন্য গোল হজম না করে বেচে যায় দলটি।

এই ম্যাচ দিয়ে বার্সেলোনার হয়ে অভিষেক হয়ে ৩৩ বছর বয়সী সাবেক বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানদোভস্কির।