Can't found in the image content. অভিষেকেই হালান্ডের গোল, বায়ার্নকে হারালো ম্যান সিটি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

অভিষেকেই হালান্ডের গোল, বায়ার্নকে হারালো ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, জুলাই ২৪, ২০২২

অভিষেকেই হালান্ডের গোল, বায়ার্নকে হারালো ম্যান সিটি
ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেকেই আলো ছড়ালেন ফুটবল বিশ্বের তরুণ সেনসেশন আর্লিং হালান্ড। বায়ার্ন মিউনিখের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই জেতালেন দলকে। তার করা একমাত্র গোলেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

যুক্তরাষ্ট্রের উইসকন্সিনে ল্যাম্বু ফিল্ডে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যান সিটি ও বায়ার্ন। বজ্রপাতের কারণে খেলার মাঝেই পড়ে প্রায় ৫৫ মিনিটের বিরতি। যে কারণে সময় কমিয়ে খেলা হয় দুই অর্ধে ৪০ মিনিট করে। যেখানে জয়ী দলের নাম ম্যানচেস্টার সিটি।

নতুন ক্লাবের হয়ে মাঠে নেমে প্রথম গোল করতে হালান্ডের লেগেছে মাত্র ১২ মিনিট। দলের আরেক তারকা খেলোয়াড় জ্যাক গ্রিলিশের এগিয়ে দেওয়া ক্রসে স্লাইড করে পা লাগিয়ে বল জালে জড়ান হালান্ড। এই এক গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য।

হালান্ডের গোলের মিনিটখানেক পরই শুরু হয় বজ্রপাত। যে কারণে প্রায় ৫৫ মিনিট বন্ধ রাখতে হয় খেলা। পুনরায় খেলা শুরু হওয়ার আগে সিদ্ধান্ত হয়, দুই অর্ধে খেলা হবে ৪০ মিনিট করে। যা মানতে পারেননি দর্শকরা। তাই ৮০ মিনিটে খেলা বন্ধ করায় দুয়ো দিতে থাকেন তারা।

বজ্রপাতের বিরতির পর খেলা শুরু হলে আবারও গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যান হালান্ড। তবে এবার শেষ মুহূর্তে ট্যাকল করে দলকে উদ্ধার করেন বায়ার্নের সেন্টার ব্যাক। বায়ার্নও কিছু প্রচ্ছন্ন সুযোগ তৈরি করে। কিন্তু ফিনিশিংয়ের অভাবে একটি শটও লক্ষ্য বরাবর রাখতে পারেনি।

এই ম্যাচ দিয়েই শেষ হলো ম্যান সিটি ও বায়ার্ন মিউনিখের প্রাক-মৌসুম প্রস্তুতি। আগামী ৩০ জুলাই এফএ কমিউনিটি শিল্ডের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে ম্যান সিটি। আর পরেরদিন ডিএফবি পোকাল ফাইনালে বায়ার্ন খেলবে আরবি লাইপজিগের বিপক্ষে।