Can't found in the image content. স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি, পশ্চিমবঙ্গে বাণিজ্যমন্ত্রী পার্থ গ্রেফতার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি, পশ্চিমবঙ্গে বাণিজ্যমন্ত্রী পার্থ গ্রেফতার

ওপার বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, জুলাই ২৩, ২০২২

স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি, পশ্চিমবঙ্গে বাণিজ্যমন্ত্রী পার্থ গ্রেফতার

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পার্থ চট্টোপাধ্যায়। শনিবার বেলা ১০ টার দিকে তাকে কলকাতার নাকতলা এলাকার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)।

আগের দিন শুক্রবার সকাল ৭ টার দিকে নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাসভবনে হাজির হয় ইডির একটি দল। সেখানে তাকে ঘুম থেকে ডেকে তুলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন ইডি কর্মকর্তারা।

জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু ছিল গত রাজ্য সরকারের আমলে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে আর্থিক অনিয়ম ও দুর্নীতি। বিগত সরকারে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের এই জ্যেষ্ঠ নেতা। বর্তমান সরকারে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সামলাচ্ছেন তিনি।

প্রায় ২৭ ঘণ্টা নাকতলার ওই বাসভাবনে জিজ্ঞাসাবাদের পর শনিবার গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। মন্ত্রীর বাসভবনের একটি সূত্র জানিয়েছে, টানা জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ। এ কারণে দু’বার তার বাড়িতেও গিয়েছেন কয়েকজন চিকিৎসক; কিন্তু তাতেও ইডির প্রশ্ন-পর্ব থামেনি।

অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে সেখান থেকে নগদ ২১ কোটি রুপি, ২০টি মোবাইল ফোন ও ৫০ লাখ রুপির স্বর্ণালঙ্কার উদ্ধার করে ইডি। এত অর্থ ও স্বর্ণালঙ্কার কোথা থেকে এল, তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি বলে জানিয়েছেন ইডির এক কর্মকর্তা।

ইডি কর্মকর্তারা জানিয়েছেন, অর্পিতার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে দু’টি বস্তা উদ্ধার করেছেন তারা। সেই দু’টি বস্তা ভর্তি ছিল ২০০০ এবং ৫০০ টাকার নোটের বান্ডিল। উদ্ধার করা নগদ অর্থ ব্যাংককর্মীদের দিয়ে যন্ত্রের সাহায্যে শনিবার সকাল পর্যন্ত গোনার কাজ চলেছে। ইডি সূত্রের খবর, ওই টাকা স্কুলে বেআইনি নিয়োগে নেওয়া ঘুষের অংশ বলেই প্রাথমিক ভাবে মনে করছে তারা।

শনিবার পার্থকে গ্রেফতারের পর অর্পিতাকেও গ্রেফতার করা হয়।