Can't found in the image content. বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি ঘোষণা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, জুলাই ২০, ২০২২

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি ঘোষণা

ফাইল ছবি

আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। ইতিমধ্যে গতকাল মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

এই সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ আর জিম্বাবুয়ে। সফর শুরু হবে টিটোয়েন্টি সিরিজ দিয়ে।

৩০ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। এরপর ৫, ৭ ও ১০ আগস্ট হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সফরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে।

উইন্ডিজ সফর থেকে আগামী ২০ ও ২১ জুলাই ক্রিকেটারদের দেশে ফেরার কথা। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ইংল্যান্ডে ছুটি কাটিয়ে ফিরবেন ২২ জুলাই।  

এদিকে, এই সফরের এখনও দল ঘোষণা করেনি বিসিবি। গত বছরের মাঝামাঝিও জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের পুরো সিরিজ সেবারও হয়েছিল হারারে স্পোর্টস ক্লাব মাঠে।