কাতার বিশ্বকাপ দেখতে এরই মধ্যে টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন আগ্রহী দর্শকরা।
প্রথম দুই পর্বে ইতোমধ্যেই ১৬ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তবে হতাশ হওয়ার কিছুই নেই। এখনো তৃতীয় ও শেষ পর্বের টিকিট বিক্রি বাকি। আজ দোহা সময় দুপুর ১২টায় ও বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে সবশেষ পর্ব।
তৃতীয় ও অন্তিম পর্যায়ের টিকিট কিনতে ফিফার ওয়েবসাইটে অর্থ দিয়েই বুকিং দিয়ে রাখতে হবে। প্রায় ১২ লক্ষ টিকিট বিক্রি হবে এই পর্যায়ে।
ফিফার পক্ষ থেকে জানানো হচ্ছে, আগামী ১৬ আগস্ট অবধি চলবে টিকিট বিক্রি। তবে সে পর্যন্ত তো না-ই, চলতি সপ্তাহ শেষের আগেই বিক্রি হয়ে যাবে সব টিকিট, দর্শকদের এমন হুঁশিয়ারিই দিয়ে রাখছে ফিফা।
ফিফা জানিয়ে রাখছে, ‘টিকিটগুলো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে। টিকিট বিক্রির প্রক্রিয়া রিয়াল-টাইম লেনদেনের মাধ্যমে, টিকিট থাকা সাপেক্ষে হবে। টিকিট কেনার প্রক্রিয়া সফল হলে ক্রেতাদের সঙ্গে সঙ্গেই জানিয়ে দেওয়া হবে।’
‘আমরা ফুটবল ভক্তদেরকে পরামর্শ দেব, তাদের আবেদন যেন তারা বিক্রি শুরু হওয়া মাত্রই শুরু করেন। কারণ টিকিট খুব দ্রুত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।’