ছেলের বয়স হয়েছে ৬৫ বছর। মায়ের ৯০ বছরেরও বেশি। অসুস্থ ছেলে যে মারা গিয়েছেন, তা ঘুণাক্ষরেও টের পাননি বৃদ্ধা। ছেলে অসুস্থ ভেবে ঠায় দু’দিন তাঁর দেহ আগলে ঘরে বসে রইলেন তিনি। পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওই বাড়িতে খোঁজ নিতে গিয়ে তাজ্জব প্রতিবেশীরা।
বুধবার এই চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার জয়গাছি বেলতলা এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, ৬৫ বছর বয়সি সুনীল দত্ত ও তাঁর মা কমলা দত্ত একই বাড়িতে দীর্ঘ দিন বসবাস করছিলেন। মা-ছেলের সংসারে দীর্ঘ দিন কারও যাতায়াত দেখেননি কেউ। গত দু’দিন ধরে ওই ঘর থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। মঙ্গলবার সন্ধ্যায় ওই বাড়ির জানলার কাছে গেলে আরও বেশি দুর্গন্ধ পান প্রতিবেশীরা। কৌতূহলে জানালা দিয়ে উঁকি দিয়ে চক্ষুস্থির হয়ে যায় তাঁদের। দেখতে পান সুনীলের নিথর দেহ আগলে বসে রয়েছেন কমলা। তড়িঘড়ি তাঁরা খবর দেন হাবরা থানায়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাবরা হাসপাতালে পাঠায়।
ছেলের যে মৃত্যু হয়েছে, তা নাকি বুঝতেই পারেননি মা। সে কারণে তাঁর দেহ আগলে বসে ছিলেন তিনি।
পুলিশ প্রাথমিকভাবে মনে করছে বয়সজনিত কারণেই সুনীলের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তসাপেক্ষ।