Can't found in the image content. ওরা আমাদের শাস্তি দিচ্ছে: ডমিঙ্গো | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ওরা আমাদের শাস্তি দিচ্ছে: ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, জুন ২৬, ২০২২

ওরা আমাদের শাস্তি দিচ্ছে: ডমিঙ্গো

ছবি: সংগৃহীত

২০২১ সালের জানুয়ারিতে অভিষেক ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে শতক হাঁকিয়ে  উইন্ডিজকে এক অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন কাইল মায়ার্স। এবার সেন্ট লুসিয়া টেস্টে  তার আরেক শতকে ভর করেই ক্যারিবীয়রা বাংলাদেশের বিপক্ষে ১০৬ রানের লিড নিয়েছে । কোচ ডমিঙ্গো বলছেন, বাংলাদেশ ব্যাটসম্যানদের কী করা উচিত, সেটি দেখাচ্ছেন মায়ার্স। ক্যারিবীয় ব্যাটারদের এমন ব্যাটিং দেখে সংবাদ সম্মেলনে কোচ বললেন, ওরা আমাদের শাস্তি দিচ্ছে।

সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে দলীয় পারফরম্যান্স মূল্যায়ন করেছেন কোচ ডমিঙ্গো। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'না, ভালো হয়নি। ব্যাটিং ও বোলিং নিয়ে কঠিন প্রশ্ন তোলার আছে। কারণ এটা ২৩০-এর উইকেট না। ওয়েস্ট ইন্ডিজ আমাদের দেখিয়ে দিচ্ছে কেন ওরা এই সংস্করণে আমাদের থেকে ভালো দল। ওদের একজন একশ রানে অপরাজিত আছে। ওদের সামনে বড় রান করার সুযোগ আছে। কারণ ওরা জুটি গড়তে সক্ষম হয়েছে, লম্বা সময় ব্যাটিং করেছে। ওরাই দেখাচ্ছে আমাদের কী করা উচিত।'

চট্টগ্রামে খেলা মায়ার্সের ইনিংস এখনো ভোলেননি কোচ ডমিঙ্গো। সেই টেস্টে কি করে দেখিয়েছিলেন তা আবার মনে করে দিলেন তিনি। ডমিঙ্গো বলেন, 'ওরা আমাদের বিপক্ষে ৪০০ (৩৯৫) রান তাড়া করেছিল চট্টগ্রামে। মেয়ার্স ২০০ (২১০) রান করেছিল সেদিন। আমরা এ ধরনের ইনিংস পাচ্ছি না। ছেলেদের জন্য এটা অনেক বড় শিক্ষা। টেস্ট ক্রিকেট কঠিন। যখন আপনি যতটা দীর্ঘ সময় ব্যাট করা উচিত, ততটা করছেন না, তখন ভালো দল আপনাকে শাস্তি দেবে। এখন আমাদের ওরা শাস্তিই দিচ্ছে।'

বাংলাদেশের ব্যাটিং দুর্দশার এই অবস্থায় মায়ার্সের ব্যাটিং যে একটা শিক্ষা হতে পারে, সেটিও বললেন ডমিঙ্গো। প্রধান কোচ ডমিঙ্গো বলেন, ‘আমাদের দলের অনেক ক্রিকেটার ফর্ম খুঁজে বেড়াচ্ছে, রানের পেছনে ছুটছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার একটাই উপায়, লম্বা সময় ধরে ব্যাট করা। অনেক ৩০-৪০ রানের ইনিংস হচ্ছে। কেউ কেউ ৫০ রান করছে। (তবে) কাইল মায়ার্স যা করছে, সেটা কেউই করছে না। কারণ এটাই ২৩০ আর ৪০০ রানের মধ্যে পার্থক্য। আমাদের ওর মতো ১২০ রানের ইনিংস খেলতে হবে।’

ব্যাটিং ব্যর্থতার সঙ্গে বোলিংয়ে অধারাবাহিকতার প্রসঙ্গটিও তুলে ধরেছেন ডমিঙ্গো। এক সেশনে ভালো করলে আরেক সেশনে বাজে বোলিং করছে দল। অধৈর্যের কারণেই এমন হচ্ছে বলে মনে করেন ডমিঙ্গো। তার মতে, বোলারদের টানা অনেক সময় ধরে আঁটসাঁট বোলিং করতে হবে, যার জন্য তাদের ধৈর্য ধরতে হবে।