Can't found in the image content. মাঠে নামছে ব্রাজিল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, নভেম্বর ২৫, ২০২৪ |

EN

মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জুন ২, ২০২২

মাঠে নামছে ব্রাজিল
ব্রাজিল সবশেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল সেই ২০১৯ সালের শেষদিকে। এরপর দীর্ঘ বিরতি। অবশেষে আজ (বৃহস্পতিবার) আরেকটি প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

খেলা হবে দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচটি।

দুই দলই ২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। দক্ষিণ কোরিয়া গত ৯ বিশ্বকাপেই মূলপর্বে খেলেছে। ২০০২ আসরে তো চতুর্থ স্থান অর্জন করেছিল। ২০১০ বিশ্বকাপে তারা খেলে শেষ ষোলোতে।

অন্যদিকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে চলতি বছর কাতারে যাবে বিশ্বকাপ। সেলেসাওরা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। গত চার আসরের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল খেলেও শিরোপা স্বপ্ন পূরণ হয়নি তাদের।

সন্দেহ নেই, ব্রাজিল সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে এবার বাছাইপর্বে তারা বেশ ভয়ংকর ছিল। ১৭ ম্যাচের মধ্যে একটিও হারেনি, জিতেছে ১৪টি, ড্র তিন ম্যাচ। গ্রুপে আর্জেন্টিনার থেকে ছয় পয়েন্ট বেশি নিয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে সেলেসাওরা।

যেভাবে ম্যাচটি দেখবেন
ভেন্যু: সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, সিউল, দক্ষিণ কোরিয়া।
টিভিতে দেখা যাবে: beIN Sports 3, লাইভ স্ট্রিম: fuboTV