Can't found in the image content. আবারও ছুটি চেয়েছেন সাকিব! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

আবারও ছুটি চেয়েছেন সাকিব!

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, মে ২৩, ২০২২

আবারও ছুটি চেয়েছেন সাকিব!

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ সফরে তাসকিন আহমেদ-শরিফুল ইসলামদের মতো পেসাররা অনিশ্চিত। হজের কারণে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। এর মধ্যেই ছুটি চেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এবার টেস্ট ফরম্যাট থেকে নয় স্পিন অলরাউন্ডার ছুটি চেয়েছেন সিরিজের শেষ ধাপ অর্থাৎ ওয়ানডে ফরম্যাট থেকে। ওই ওয়ানডে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ না হওয়ায় তিনি খেলতে চান না বলে জানা গেছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল সূত্র জানিয়েছে, ক্রিকেট অপারেশন্স বিভাগকে ছুটির কথা বলেছেন সাকিব। তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বোর্ড তাকে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটের জন্যই বিবেচনা করছে। কোন ফরম্যাট থেকে ছুটি নিলে বিষয়টি তখন ভাবা হবে।  

বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৫-৬ জুনের দিকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের সিরিজ ১৬ ও ২৪ জুন মাঠে গড়াবে। এরপর ২, ৩ ও ৭ জুলাই হবে টি-২০ সিরিজ। 

ওই দুই সিরিজ খেলে সাকিব ১০, ১৩ ও ১৬ জুলাইয়ের ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিতে পারেন। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ না হওয়ায় তিনি ওই সময় যুক্তরাষ্ট্রে পরিবারকে সময় দিতে চান।