ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

নেপালের বক্সারকে হারালেন বাংলাদেশের আল আমিন ও সুর কৃষ্ণ চাকমা

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, মে ২০, ২০২২

নেপালের বক্সারকে হারালেন বাংলাদেশের আল আমিন ও সুর কৃষ্ণ চাকমা
বৃহস্পতিবার ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ইতিহাস রচনা হয়েছে বাংলাদেশের বক্সিংয়ে। এইদিন সেখানে অনুষ্ঠিত হয়েছে প্রথম পেশাদার বক্সিং। টুর্নামেন্টের নাম ‘সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট- দ্য আল্টিমেট গ্লোরি।’ যদিও সন্ধ্যা ছয়টার খেলা রাত সাড়ে সাতটার পরে শুরু হওয়ায় টুর্নামেন্টের পেশাদারত্বের পাশে বসে যায় বড় একটা প্রশ্নবোধক চিহ্ন।


বক্সিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরি করতে প্রথমবার এমন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন। প্রমোশনের দায়িত্বে ছিল এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোমোশন্স।

পেশাদার যুগের শুরুতে আজ দর্শকদেরও খেলা দেখার জন্য গাঁটের পয়সা খরচ করতে হয়েছে। এক হাজার ও ১৩০০ টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা করেছিলেন আয়োজকেরা। প্রায় ৪০০-৫০০ দর্শক এসেছিলেন বক্সিং উপভোগ করতে। ছিলেন বিদেশি দর্শকও।



রাতে অনুষ্ঠিত খেলায় ছিলেন নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদ, ভারত চাঁদ, বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা, মোহাম্মদ আল আমিন, রিয়াজুল মন্ডল, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মোহাম্মদ তুহিন, উৎসব আহমেদ, মোহাম্মদ আকাশ, আবু তালহা হৃদয়, রিসাতুল মাহমুদ ও হীরা মিয়া।



প্রথম চার বাউটে অংশ নিয়েছিলেন বাংলাদেশি বক্সাররা। পঞ্চম বাউটে গিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন বাংলাদেশর আল আমিন ও নেপালের ভারত চাঁদ। খেলায় বাংলাদেশের বক্সার আল আমিন সহজেই নেপালের বক্সারকে হারিয়ে উচ্ছ্বাসে ভরে দেন ইনডোর স্টেডিয়ামকে।

শেষ বাউটে বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা ও নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদ অংশগ্রহণ করেন। চার রাউন্ডের বাউটে জয়ী হন বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা।