Can't found in the image content. প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে মুশফিকের ৫ হাজার রান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে মুশফিকের ৫ হাজার রান

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, মে ১৮, ২০২২

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে মুশফিকের ৫ হাজার রান
টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজারি ক্লাবের গর্বিত সদস্য এখন মুশফিকুর রহীম।

বাংলাদেশের হয়ে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছানোর মিশনে গত কয়েক বছর ধরেই তামিম-মুশফিকের লড়াই চলছে। একবার তামিম এগিয়ে যান তো আরেকবার মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরুর আগে দুই অভিজ্ঞ ক্রিকেটার ৫ হাজার রানের ক্লাবের সামনে দাঁড়িয়ে ছিলেন। তামিম ১৫২ রান দূরে থেকে ইনিংস শুরু করেন। রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে না ফিরলে তামিমই হয়তো সবার আগে ৫ হাজার রান পূর্ণ করতে পারতেন। কিন্তু তামিমই সুযোগটা করে দিলেন মুশফিককে। ৬৮ রান দূরে থেকে চট্টগ্রাম টেস্ট শুরু করেছিলেন উইকেট কিপার এই ব্যাটার। বুধবার ৫৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। ১৫ রান দূরে থাকা মুশফিক ধীরস্থির ভাবেই প্রথম বাংলাদেশি হিসেবে অভিজাত ৫ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন।

তার সঙ্গে লিটন দাসও যোগ্য সমর্থন দেওয়ায় প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো অবস্থানে পৌঁছে গেছে স্বাগতিকরা। ১২৪ ওভারে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ৩৬৩ রান। মুশফিক ব্যাট করছেন ৭২ রানে। লিটন ৭৯ রানে। বাংলাদেশ ৩৪ রানে পিছিয়ে থাকলেও লিড নেওয়াটা সময়ের ব্যাপার মাত্র।