ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, মে ১৮, ২০২২

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

ফাইল ছবি

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রচুর প্রস্তুতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় টুর্নামেন্টেও খেলবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সেই আসরের তৃতীয় দল পাকিস্তান হতে পারে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর এই সংস্করণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে বিসিবি। দলে আসে অনেক অদল-বদল। এক সিরিজ পর বাদ পড়াদের কেউ কেউ অবশ্য আবার ফিরেও আসেন।

আগামী বছর টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশের জন্য হতে যাচ্ছে ভীষণ চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়ার কন্ডিশন অনেক ভিন্ন থাকায় প্রস্তুতিও সে অনুযায়ী নেওয়ার চাহিদা আছে। বিশ্বকাপ চ্যালেঞ্জ সামনে রেখে বাংলাদেশ শুরুতে যাবে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। সেখানে সপ্তাহখানেকের অনুশীলনের পর নিউজিল্যান্ডে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে টি-টোয়েন্টি দল,  'এরমধ্যে জেনে গেছেন, আমাদের কতগুলো টি-টোয়েন্টি ম্যাচ আছে। ১৬টির বেশি আমরা ম্যাচ খেলব। অনেক প্রস্তুতি, আমাদের জন্য এটা আলাদা ক্যাম্প লাগছে না (দেশ)। কারণ আমরা খেলার মধ্যেই আছি।'

'যেটা আমরা করছি যে অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, আরেকটা ত্রিদেশি সিরিজ আমরা খেলব ইনশাল্লাহ নিউজিল্যান্ডে। ক্যাম্পের(অ্যাডিলেডে) পর আমাদের হয়তো সাত আটদিন অনুশীলন করে চলে যাব নিউজিল্যান্ডে। সম্ভবত ক্রাইস্টচার্চে একটা ত্রিদেশী সিরিজ হবে।'

টুর্নামেন্টের তৃতীয় দল শতভাগ চূড়ান্ত না হলেও সে দলটি পাকিস্তান হতে যাচ্ছে বলে জানান জালাল,  'এখনো চূড়ান্ত হয়নি, তবে সম্ভবত পাকিস্তান (তৃতীয় দল)।'

ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষে বিশ্বকাপের প্রথম ম্যাচের ভেন্যু ব্রিসবেনে যাবেন মাহমুদউল্লাহরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের। অগাস্ট-সেপ্টেম্বরে আছে এশিয়া কাপ।