স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ৪, ২০২১
টি-টোয়েন্টিতে রীতিমত স্বপ্নের ফর্মে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পর এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডকেও নাকানি চুবানি খাওয়াচ্ছে টাইগাররা। সিরিজের টানা দুই ম্যাচেই তারা পেয়েছে জয়।
প্রথম ম্যাচে কিউইদের মাত্র ৬০ রানে অলআউট করে ৭ উইকেটের সহজ জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়টা এত সহজ ছিল না। ১৪১ করেও স্বস্তিতে ছিল না স্বাগতিকরা।
শেষ বল পর্যন্ত লড়েছে নিউজিল্যান্ড। যদিও অপ্রতিরোধ্য টাইগারদের জয়রথ থামাতে পারেনি। শ্বাসরুদ্ধকর লড়াই ৪ রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
এ জয়ের পুরস্কার মিলেছে আইসিসি র্যাংকিংয়েও। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের হালনাগাদ। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বর্তমানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরুর আগে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের দশ নম্বরে ছিল টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ডগড়া জয়ের পর ৪টি রেটিং পয়েন্ট পেয়ে র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে যায় রিয়াদের দল। সামনে ছিল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের পর সেই অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলে দিয়েছে টাইগাররা। ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে এখন তারা ছয় নম্বরে, সাতে নেমে গেছে অস্ট্রেলিয়া (২৪০ রেটিং)।