দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অলআউট হয়ে ডারবান টেস্ট হারের জন্য বাংলাদেশ দলের চাঁছাছোলা সমালোচনা হয়েছে।
এবার দ্বিতীয় টেস্ট হচ্ছে পোর্ট এলিজাবেথে, টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোর শহরে।
১৩৩ বছরের পুরোনো স্টেডিয়ামের উইকেটে কী ধাঁধা লুকিয়ে রয়েছে, তা জানার আগেই দল থেকে ছিটকে গেলেন দুই পেসার তাসকিন ও শরীফুল।
যে কারণে দ্বিতীয় ওভারেই স্পিনার মেহেদী হাসান মিরাজকে আক্রমণে আনলেন অধিনায়ক মুমিনুল হক।
এতে ৮৭ বছরের এক খরা কাটল দক্ষিণ আফ্রিকায়।
ইতিহাস বলছে, ১৯৩৫ সালে ডারবানে স্বাগতিকদের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া।
সেই ম্যাচে প্রথম ইনিংস বোলিং ওপেন করেন একজন স্পিনার। তিনি হলেন অজি স্পিনার বিল ও’রাইলি।
এরপর কেটে গেছে ৮৭ বছর। এই ৮৭ বছরে সাউথ আফ্রিকার বিপক্ষে ইনিংসের শুরু কোনো স্পিনারের হাত ধরে হয়নি।
২০২২ সালে এসে বিল ও’রাইলির ভূমিকায় দেখা গেল মিরাজকে।
পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বল হাতে এদিন দ্বিতীয় ওভার করেন মেহেদী হাসান মিরাজ।
আর তাতে ৮৭ বছর পর প্রথম কোনো স্পিনার হিসেবে দ. আফ্রিকার ওপেনিং স্পেলে বল করলেন এ টাইগার স্পিনার।
একই সঙ্গে পোর্ট এলিজাবেথ এ ঘটনার সাক্ষী হলো ১৩৩ বছর পর। সবশেষ ১৮৮৯ সালে এই ভেন্যুতে কোনো স্পিনার বোলিং ওপেন করেছিলেন।
সিরিজের দ্বিতীয় টেস্টে মিরাজ ছাড়াও অভিজ্ঞ তাইজুল ইসলাম আছেন একাদশে। তবে তাকে প্রথম ১০ ওভারে আক্রমণে আনেননি অধিনায়ক মুমিনুল হক।
এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৭ রান। অধিনায়ক ডিন এলগার ৮০ বলে ৫৯ রানে অপরাজিত। তার সঙ্গী পিটারসেন ৪৮ বলে ২৪ রান করেছেন। পেসার খালেদের বলে ২৪ রান করে আউট হলেন সারেল এরউই।