Can't found in the image content. টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ডিপ্লোম্যাটিক কোর সদস্যদের শ্রদ্ধা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২৫ | ২৮ মাঘ ১৪৩১

EN

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ডিপ্লোম্যাটিক কোর সদস্যদের শ্রদ্ধা

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি | আপডেট: শুক্রবার, মার্চ ২৫, ২০২২

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ডিপ্লোম্যাটিক কোর সদস্যদের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২-তম জম্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত বিদেশী  ডিপ্লোম্যাটিক কোরের ৪০ জন সদস্যসহ ৬৫ জনের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বিকালে পৌনে ১টায় ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন ও মরক্কোর এম্বাসেডর মাজিদ হালিমের নেতৃত্বে ডিপ্লোম্যাটিক কোরের সদস্যরা জাতির পিতার সমাধিসৌধ বেদীতে  পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। এসময় তাঁরা সেখানে ১ মিনিট নীরবে দাড়িয়ে থাকেন।

পুষ্পস্তবক অর্পণের পর ডিপ্লোম্যাটিক কোরের সদস্যরা ফাতেহাপাঠ করে ৭৫'র ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। 

এরপর জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মুহা. ফারুক খান এমপির নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

শ্রদ্ধা নিবেদনের পর ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। 

পরে ডিপ্লোমেটিক কোরের সদস্যরা জাতির পিতার সমাধিসৌধ পরিদর্শন করেন। এছাড়া সমাধিসৌধ কমপ্লেক্সের ১নং গেট সংলগ্ন লাইব্রেরীর পাশে একটি বকুল ও আম গাছের চারা রোপন করেন। 

এসময় পররাষ্ট্র বিষয়ক জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নাজিম রসুল এমপি, পররাষ্ট্র সচিব সাব্বির আহমেদ চৌধুরী, পরিচালক আলাউদ্দিন ভূইয়া, আওয়ামীলীগের আন্তর্জাতক বিষয়ক সম্পাদক  শামিম আহমেদ, পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য তানভীর শাকিল জয় এমপি, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব  আলী খান, টুঙ্গিপাড়া ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার খায়ের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়ার মেয়র তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। 

পরে ডিপ্লোম্যাটিক কোরের সদস্যরা টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত লোকজ মেলা পরিদর্শন করেন।

এরআগে বিদেশী ডিপ্লোম্যাটিক কোরের সদস্যরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি তাদের অভ্যর্থনা জানান।