দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ অটো রিক্সা শ্রমিকলীগ ফেডারেশন (রেজি নং বি-২০৪৪) উপজেলা শাখা’র এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো.মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক পদে মো.নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৮টি পদে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সরকারী কলেজ শহীদ মিনার চত্বরে শান্তিপুর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ব্যালটের মাধ্যমে নির্বাচিত অন্যন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে ওয়াজেদুল হক, সাংগঠনিক সম্পাদক পদে আইনুল ইসলাম,দপ্তর সম্পাদক পদে সেফাজুল ইসলাম,কোষাধ্যক্ষ পদে আব্দুল লতিব,আইন বিষয়ক সম্পাদক পদে কাজিম মন্ডল।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন,সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদের, ক্রীয়া সম্পাদক পদে কায়সার আলী,ধর্মীয় সম্পাদক পদে আব্দুল আজিজ সরকার, প্রচার সম্পাদক পদে জহুরুল ইসলাম,সহ-আইন বিষয়ক সম্পাদক পদে শফিকুল ইসলাম,১নং কার্যকারী সদস্য সিরাজুল ইসলাম,২নং কার্যকারী সদস্য আসিবুর রহমান ও ৩নং কার্যকারী সদস্য পদে সাহাজান মন্ডল।
নির্বাচন পরিচালনার দায়ীত্বে ছিলেন বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. মোর্শারফ হোসেন মেলাবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো.ফজলুর রহমান ও আইসিটি ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর সভাপতি মো. শাহিন আলম।